জ্বরে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী আসতে পারছেন না অফিস, আপাতত স্থগিত দিল্লিতে ফ্রি জল সরবারহের ঘোষণা

এখনই ফ্রিতে জল পাওয়া হচ্ছে না রাজধানীর আম আদমির। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বরে আক্রান্ত হয়ে আপাতত শয্যাশায়ী। ফলে বিনামূল্যে জল সরবারহের মত জরুরি ঘোষণা আপাতত স্থগিত। আপ সুপ্রিমো অবশ্য নিজের অসুস্থতার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় বেশ অখুশি।

Updated By: Dec 30, 2013, 01:46 PM IST

এখনই ফ্রিতে জল পাওয়া হচ্ছে না রাজধানীর আম আদমির। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বরে আক্রান্ত হয়ে আপাতত শয্যাশায়ী। ফলে বিনামূল্যে জল সরবারহের মত জরুরি ঘোষণা আপাতত স্থগিত। আপ সুপ্রিমো অবশ্য নিজের অসুস্থতার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় বেশ অখুশি।

দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ``আজ অফিসে যাওয়া অত্যন্ত জরুরি ছিল। আজ আমাদের জল সংক্রান্ত ঘোষণা করার কথা ছিল। ঈশ্বর, ভুল সময়ে অসুস্থ হয়ে পড়লাম।``

রাজধানীর কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও জানিয়েছেন গত কাল থেকেই তাঁর ১০২ ডিগ্রি জ্বর। তার সঙ্গেই পেটের সমস্যাতেও ভুগছেন তিনি। ফলে সোমবার অফিসে আসতে পারছেন না

.