৪৯ দিনে শেষ আপের ইনিংস

শেষ হল দিল্লিতে আপ সরকারের উনপঞ্চাশ দিনের যাত্রা। বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে ব্যর্থ হয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রাতেই দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙের হাতে ইস্তফাপত্র তুলে দেন আপ সুপ্রিমো। দুর্নীতিদমনে নেওয়া কড়া ব্যবস্থায় ভয় পেয়েই একজোট হয়ে জনলোকপাল বিল পেশ করতে দেয়নি কংগ্রেস, বিজেপি। ইস্তফার পর বিরোধীদের প্রতি এই অভিযোগই করেছেন কেজরিওয়াল।

Updated By: Feb 15, 2014, 10:23 AM IST

শেষ হল দিল্লিতে আপ সরকারের উনপঞ্চাশ দিনের যাত্রা। বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে ব্যর্থ হয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রাতেই দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙের হাতে ইস্তফাপত্র তুলে দেন আপ সুপ্রিমো। দুর্নীতিদমনে নেওয়া কড়া ব্যবস্থায় ভয় পেয়েই একজোট হয়ে জনলোকপাল বিল পেশ করতে দেয়নি কংগ্রেস, বিজেপি। ইস্তফার পর বিরোধীদের প্রতি এই অভিযোগই করেছেন কেজরিওয়াল।

অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। গতবছরের আঠাশে ডিসেম্বর রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। তার ঠিক উনপঞ্চাশ দিন পরে শুক্রবার রাতে হনুমান রোডে আপের সদর দফতরে দলীয় কর্মী-সমর্থকদের সামনে ইস্তফার কথা ঘোষণা করলেন রাজনীতিতে স্বপ্নের ফেরিওয়ালা। শুক্রবার রাতেই দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙের সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন অরবিন্দ কেজরিওয়াল।

বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে না পেরেই ইস্তফা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার জনলোকপাল বিল পেশ নিয়ে শুরু থেকেই তুমুল হট্টগোল শুরু হয় দিল্লি বিধানসভায়। বিরোধিতার মধ্যেই বিলটি পেশ করে দেন কেজরিওয়াল। এরপরেই বিলের ওপর ভোটাভুটি হয়। সত্তর আসনের দিল্লি বিধানসভায় বিলের বিপক্ষে ভোট পড়ে বিয়াল্লিশটি। পক্ষে পড়ে সাতাশটি ভোট। সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকের পরেই ইস্তফার কথা ঘোষণা করেন কেজরিওয়াল। গোটা ঘটনায় কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধেই অভিযোগ শানিয়েছেন আপ সুপ্রিমো। তাঁর দাবি, মুকেশ আম্বানি ও বীরাপ্পা মইলির বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্যই একজোট হয়েছে কংগ্রেস, বিজেপি। পাল্টা তোপ দেগেছে কংগ্রেস, বিজেপিও।

ক্ষমতায় আসার পর থেকেই কেজরিওয়ালের বিরুদ্ধে ঠিকমত সরকার চালাতে না পারার অভিযোগ আনছিলেন বিরোধীরা। ইস্তফার পর সেই অভিযোগেরও জবাব দিয়েছেন কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর দিল্লি বিধানসভার ভবিষ্যত্ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই ফের ভোটের দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো। এই অবস্থায় দিল্লির উপরাজ্যপাল নাজিব জং কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

.