অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অসমে বন্যা পরিস্থিতির অবনতি হল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে বহ্মপুত্রের জল।

Updated By: Aug 22, 2015, 11:07 PM IST
অসমে বন্যা পরিস্থিতির অবনতি

ব্যুরো: অসমে বন্যা পরিস্থিতির অবনতি হল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে বহ্মপুত্রের জল।
অন্যদিকে তিস্তার জলে প্লাবিত মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকা। আজ বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
অসমে বন্যায় ক্ষতিগ্রস্থ সাত লক্ষের বেশি মানুষ।

জলবন্দি উনিশটি জেলার এক হাজার সত্তরটি গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা কোকরাঝাড়, গোয়ালপাড়া, বঙ্গাইগাও, ধুবড়ি, চিরাংয়ের। ইতিমধ্যেই খোলা হয়েছে দুশটিরও বেশি ত্রাণ শিবির। ত্রাণ শিবিরগুলিতে রয়েছেন দেড় লক্ষ মানুষ। কোকরাঝাড়, বঙ্গাইগাঁওয়ে সেনা নেমেছে। এই দুটি জায়গা থেকে দেড় হাজার মানুষকে উদ্ধার করেছে সেনা। জল ঢুকেছে অভয়ারণ্য কাজিরাঙাতেও।

তিস্তার জলে প্লাবিত মালবাজার মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। বিপাকে পড়েছেন প্রায় দুহাজার পরিবার। শুক্রবার থেকে চাত্রারপারে দোমোহনি এলাকার রাস্তায় ভাঙন শুরু হয়। সেই ভাঙন রুখতে প্রথমে কাজে হাত লাগান গ্রামবাসীরাই। পরে রাস্তা মেরামতিতে হাত লাগায় জেলা পরিষদ। শনিবার বৃষ্টি  না হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

 

.