এক কেজি চায়ের দাম ৩৯ হাজার টাকা!

এর আগে অরুণাচলের একটি বাগানে ওই ধরনের চা বিক্রি হয়েছিল ১৮ হাজার ৮০১ টাকা কেজি দরে

Updated By: Jul 25, 2018, 04:25 PM IST
এক কেজি চায়ের দাম ৩৯ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদন: শুনলে ভিড়মি খেতে পারেন। এক কেজি চায়ের দাম কয়েক হাজার টাকা। মনে হতে পারে, চা নয় ‌যেন তরল সোনা পান করছেন। অসমের মনোহারী গোল্ড চা-এর দাম জানলে এমনটাই মনে হবে।

বুধবার গুয়াহাটি টি অকশন সেন্টারে নিলামে ১ কেজি চায়ের দাম উঠল ৩৯ হাজার টাকা। বিপুল ওই দামে ২ কোজি মনোহারী চা কিনেছেন গুয়াহাটির একটি সংস্থা। আহমেদাবাদ, দিল্লি ও কলকাতায় তাদের ওই আকাশছোঁয়া দামের চা-এর গ্রাহক রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-'রূপশ্রী' আবেদনে প্রথম মুর্শিদাবাদ, ৪ মাসে ৭০ হাজার আবেদনকারী

ডিব্রুগড়ের মনোহারী টি এস্টেটে উৎপাদন হয় ওই মহামূল্যবান চা। বাগান মালিকের দাবি, এত বেশি দামে পৃথিবীর আর কোথাও চা বিক্রি হয়নি। মনোহারী গোল্ড নামে ওই চা তৈরি হয় শুধুমাত্র চায়ের কুঁড়ি থেকে। এটি স্বাদে ও গন্ধে অতুলনীয়। এর আগে অরুণাচলের একটি বাগানে ওই ধরনের চা বিক্রি হয়েছিল ১৮ হাজার ৮০১ টাকা কেজি দরে।

আরও পড়ুন-যৌনতার ভিডিও শুট করে প্রতারণা করত প্রেমিকা, আত্মহত্যা করল প্রেমিক

মনোহারী টি এস্টেটের মালিক রঞ্জন লোহিয়া সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘২ কোজি গোল্ড চা তৈরি করতে ২০ দিন লাগে। এটি দেখতে একেবার সোনার মতো হয়। ওই চা তৈরি হয় বিশেষজ্ঞের তত্ত্বাবধানে।’

 

.