প্রতিবাদ করায় হেনস্থার শিকার জাদুঘর কর্মী
বেনিয়মের প্রতিবাদ করায় অফিসের মধ্যে হেনস্থার শিকার জাদুঘর কর্মী। কাঠগড়ায় তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের কয়েকজন সদস্য। ইতিমধ্যেই অধিকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত কর্মী অরুণকুমার কাশ্যপী। চরম আতঙ্কে দিন কাটছে তাঁর।
ওয়েব ডেস্ক: বেনিয়মের প্রতিবাদ করায় অফিসের মধ্যে হেনস্থার শিকার জাদুঘর কর্মী। কাঠগড়ায় তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের কয়েকজন সদস্য। ইতিমধ্যেই অধিকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত কর্মী অরুণকুমার কাশ্যপী। চরম আতঙ্কে দিন কাটছে তাঁর।
প্রাচীন বুদ্ধমূর্তি চুরি। জাদুঘর কর্তা উধাও। কর্মীর রহস্য মৃত্যু। গত কয়েকবছরে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে ভারতীয় জাদুঘরের। এবার অফিসের মধ্যেই প্রেজেন্টেশন বিভাগের সুপারিনটেন্ডেন্ট অরুণ ক্যাশপীকে হেনস্থার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের দিকে।
২০১১-র মে মাসে জাদুঘরে অডিটে কর্মী নিয়োগ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক বেনিয়ম ধরা পড়ে। হিন্দি অনুবাদক অশোক ত্রিপাঠির সার্ভিস বুকে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে বেনিয়ম নজরে আসে। গ্যালারি সহায়ক, নীতা সেনগুপ্তের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বেতন বাড়ানো ও অন্যপদে নিয়োগের প্রমাণ মেলে। সম্প্রতি বিষয়টি জানতে RTI করেন অরুণকুমার কাশ্যপী। অভিযোগ, তারপরই জানুয়ারির ১৬ তারিখ কাশ্যপীর ওপর চড়াও হন ইউনিয়নের সদস্য অশোক ত্রিপাঠি, সুনীল ওঁরাং, গঙ্গাপ্রসাদ চৌরাশিয়ারা। জাদুঘর চত্বরের মধ্যেই তাঁকে শারীরিক নিগ্রহ ও খুনের হমকি দেওয়া হয় বলে অভিযোগ।
জাদুঘর অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাশ্যপী। যদিও, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা। অভিযুক্ত পাঁচ কর্মীর কাছে ব্যাখ্যা তলব করেছে জাদুঘর কর্তৃপক্ষ। যদিও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তাঁরা।