উত্‍সবের আমেজে চলছে মহারাষ্ট্র, হরিয়ানায় ভোট। ভোটদানে সাধারণ মানুষের সঙ্গে সামিল সচিন, বলিউড তারকা, শিল্পপতিরাও-LIVE

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হল মহারাষ্ট্র ও হরিয়ানায়। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা ভোটে লড়াই এবার পঞ্চমুখী। অন্যদিকে, ৯০ আসনের হরিয়ানায় এবার কার্যত কংগ্রেসের অগ্নিপরীক্ষা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই থাকল লাইভ আপডেট--

Updated By: Oct 15, 2014, 02:42 PM IST

 

ওয়েব ডেস্ক: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হল মহারাষ্ট্র ও হরিয়ানায়। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা ভোটে লড়াই এবার পঞ্চমুখী। অন্যদিকে, ৯০ আসনের হরিয়ানায় এবার কার্যত কংগ্রেসের অগ্নিপরীক্ষা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই থাকল লাইভ আপডেট--

দুপুর ১.৩০- ভোট দিলেন সলমন খান। সাংবাদিকের কাছে সলমন বললেন, আশা করব সবাই ভোট দেবে।

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার- হরিয়ানায় ৪০ শতাংশ, মহারাষ্ট্র-২০ শতাংশ।

 

দুপুর ১২.২৫- সমাজে পরিবর্তন আনতে হলে ভোট দেওয়া অত্যন্ত জরুরী। ভোট দিয়ে বেরিয়ে বললেন বলিউড তারকা অভিষেক বচ্চন। মহারাষ্ট্রের সব মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

দুপুর ১২.১৫-সকাল সকাল ভোট দিলেন বলিউড তারকা ভাগ্যশ্রী। ভোট দেওয়া সব নাগরিকের অধিকার। তাই সঠিক সরকার নির্বাচনের জন্য সকলের ভোট দেওয়া প্রয়োজন। ভোট দিয়ে বেরিয়ে বললেন ভাগ্যশ্রী।

সকাল ১১.৪৫-মহারাষ্ট্রে মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের আমলে রাজ্যে শিল্পে নতুন বিনিয়োগ আসেনি।  মহারাষ্ট্রে এবার বিজেপির সরকার আসতে চলেছে। এই মন্তব্য করেছেন বিজেপি নেতা নীতিন গড়করি।

সকাল ১১.৩০-গত পনেরো বছর ধরে মহারাষ্ট্রের মানুষ তাঁদের সমর্থন করে এসেছেন। মানুষের প্রত্যাশা পূরণে সবরকম ভাবে চেষ্টা করেছে কংগ্রেস। তাই এবারও কংগ্রেসেই ভরসা রাখবেন ভোটদাতারা। এমনই মন্তব্য করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান।

সকাল ১১.০৫-ভোট দিলেন সচিন তেন্ডুলকর।

 

 

দুপুর ১২টা- প্রথম চার ঘণ্টায় হরিয়ানায় ভোট পড়ল ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ১৫ শতাংশ।

সকাল ১১-০০:

সকাল- ১০-৩০: নীতিন গডকড়ি শিবসেনা প্রসঙ্গে সাংবাদিকদের জানান, "আমরা সবাইকে সম্মান করি, কিন্তু কেউ যদি আমাদের অসম্মান করে, ত হলে সহ্য করব না"।

সকাল ১০-০০: ভোটের দিনেও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান বিজেপিকে একহাত নিলেন। তিনি জানান, গত ১৫ বছর কংগ্রেস যা উন্নয়ন করেছে, তাতে মানুষ তাদের সমর্থনে ভোট দেবে।

 

সকাল ৯-৪৫: বিজেপি নেতা প্রকাশ জাভেদকর মানুষের ভোট প্রদানের উত্সাহ দেখে জানান, পাবলিক লোকসভা ভোট যে উত্সাহতে দিয়েছে, লোকসভা ভোট 'ধুম' হলে এবারের ভোট 'ধুম২'।

সকাল ৯-৩০:

সকাল ৯-১৫ : মহারাষ্ট্রে ভোটের কারণে বম্বে স্টক এক্সচেঞ্চ ও ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ, এমসিএক্সে আজ ছুটি।

সকাল ৯টা- বান্দ্রা কেন্দ্রে ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ রেখা।

সকাল ৮.৩০- হরিয়ানার বিভিন্ন বুথের বাইরে লম্বা লাইন।

সকাল ৮টা- শুরু হল ভোটগ্রহণ

লোকসভা ভোটের মোদী ক্যারিশমা কি ধরে রাখা যাবে। এই প্রশ্নটাকে সামনে রেখেই আজ ভোটে মহারাষ্ট্র। বিচ্ছেদের ক্ষতকে বুকে নিয়েই ভোট ময়দানে দুই শিবির। ২৫ বছরের জোট ভেঙে মহারাষ্ট্রে এবার আলাদা লড়ছে বিজেপি আর শিবসেনা। অন্যদিকে ভেঙেছে কংগ্রেস-এনসিপি জোটও। ফলে ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা ভোটে লড়াই এবার পঞ্চমুখী। কারণ, ময়দানে অন্যতম ফ্যাক্টর রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আজ মহারাষ্ট্রে ভোট ময়দানে চার হাজার ১১৯ জন প্রার্থী। তার মধ্যে কংগ্রেসের প্রার্থী সংখ্যা ২৮৭। বিজেপির প্রার্থী ২৮০। শিবসেনা প্রার্থী দিয়েছে ২৮২টি আসনে। এনসিপি প্রার্থীরা লড়ছেন ২৭৮টি আসনে। MNS প্রার্থী দিয়েছে ২১৯টি আসনে। আর ভোটদাতার সংখ্যা প্রায় ৮ কোটি২৫ লক্ষ।

আজ ভোট হরিয়ানাতেও। তৃতীয়বার কি গদি ধরে রাখতে পারবে কংগ্রেস। মোদী হাওয়ায় কি টিকে থাকবে ভূপিন্দর সিং হুডা সরকার? ৯০ আসনের হরিয়ানায় এবার কার্যত কংগ্রেসের অগ্নিপরীক্ষা। এখানে কংগ্রেসের পাশাপাশি বিজেপির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ওমপ্রকাশ চৌতালার INLD। এখানেও সাথীহারা বিজেপি। ভেঙে গিয়েছে হরিয়ানা জনহিত কংগ্রেসের সঙ্গে জোট। এবার হরিয়ানায় প্রার্থীর সংখ্যা এক হাজার ৩৫১। তাঁদের মধ্যে ১০৯ জন মহিলা।  আর ভোটারের সংখ্যা প্রায় এক কোটি ৬৩ লক্ষ। বুথ রয়েছে ১৬ হাজার ৩৫৭টি।

.