মন্দিরে ঘুরলেও কেন মসজিদ বা দরগায় যাচ্ছেন না রাহুল? প্রশ্ন ওয়াইসির

রাহুল গান্ধীর 'মন্দির রাজনীতি' নিয়ে প্রশ্ন তুললেন আসাউদ্দিন ওয়াইসি। 

Updated By: Dec 23, 2017, 03:10 PM IST
মন্দিরে ঘুরলেও কেন মসজিদ বা দরগায় যাচ্ছেন না রাহুল? প্রশ্ন ওয়াইসির

নিজস্ব প্রতিবেদন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাট সফর শুরু করলেন রাহুল গান্ধী।নির্বাচনী প্রচারের সময় গুজরাটের একাধিক মন্দিরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। তখন তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিল বিজেপি। এবার এআইএমআইএম-এর সাংসদ আসাউদ্দিন ওয়াইসি প্রশ্ন তুললেন, কেন মসজিদ বা দরগায় যাচ্ছেন না রাহুল?

ওয়াইসির কথায়, ''একটা মসজিদ বা দরগায় গিয়েছেন রাহুল? নির্বাচনী প্রচারে একজন মুসলিম নেতার সঙ্গে ছবিও তোলেননি তিনি।'' এআইএমআইএম সাংসদ আরও বলেন, ''দু'টি জাতীয় দলের কাছেই মুসলিমদের ভোটের কোনও দাম নেই। এভাবে ওরা নির্বাচন জিততে পারে। তবে তাতে দুর্বল হবে গণতন্ত্র। রাজনৈতিকভাবে মুসলিমদের কোণঠাসা করার প্রয়াস সঠিক হতে পারে না।'' 

আরও পড়ুন- কোনও রং টিকবে না, সবুজে সবুজ করে দেব, ফের উস্কানিমূলক মন্তব্য ওয়াইসির 

প্রসঙ্গত, গুজরাটে ভোটপ্রচারে গিয়ে ২৭টি মন্দিরে ঘুরেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, মোদীর রাজ্যে 'নরম হিন্দুত্বে'র কৌশল নিয়েছিল হাইকম্যান্ড। সে জন্যই রাহুলের মুখে একবারও গোধরা প্রসঙ্গ আসেনি। এমনকি রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু বলেও দাবি করেছিল কংগ্রেস। 

.