Assam Coal Mine Tragedy: খনির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল জল, মর্মান্তিক মৃত্যু ৩ জনের, ভেতরে আটকে বহু
Assam Coal Mine Tragedy: সাধারণভাবে এইসব খনি থেকে অবৈধভাবে কয়লা তোলা হয়। এর জন্য ইঁদুরের মতো গর্ত করে ভেতরে যায় পাচারকারীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের প্রত্যন্ত ডিমা হাসাও জেলায় এক কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘনায় প্রাণ হারালেন ৩ জন। পাশাপাশি খনির মধ্যে আটকে রয়েছেন ৬ জন। সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, আচমকাই ওই র্যাট হোল খনিতে জল ঢুকে যায়। তাতেই ভেতরে জলে ডুবে মৃত্যু হয় ওই ৩ জনের। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নেমেছে একাধিক উদ্ধারকারী দল।
আরও পড়ুন-বিজেপির সামনে বড় পরীক্ষা, দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন
ডিমা হাসাও জেলার পাহাড়ি এলাকায় খনির জন্য বিখ্যাত। ওই খনিতেই কয়লা খননের জন্য নেমেছিলেন ওইসব লোকজন। খননের সময়ে পাথরের আড়ালে জমে থাকা জল হুড়মুড় করে ঢুকে পড়ে খনির মধ্যে। তাতেই ভেসে যান তারা।
দুর্ঘটনার পরপই উদ্ধারকাজে নেমে পড়েছে এনডিআরএফ, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয়েছে এসডিআরএফও। তাদের সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে অসম রাইফেলস ও সেনাকে।
এনডিআরএফের সেকেন্ড ইন কমান্ড কুলদীপ শর্মা সংবাদমাধ্য়মে বলেন, র্যাট হোল খুলে কয়লা তুলছিলেন ওইসব লোকজন। অসাবধানতাবশত তারা একটি ভূগর্ভস্থ জলাধারের প্রাচীর ফুটে করে দেন। তাতেই জল ঢুকে যায় খনির মধ্যে।
দুর্ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, খনির মধ্যে জল রয়েছে কমপক্ষে ১০০ ফুট। সেখান থেকে আটকেপড়া লোকজনকে উদ্ধার করে বিশাখাপত্তনম থেকে ডুবুরি আনানো হচ্ছে। খুব তাড়াতাড়ি তারা চলে আসবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)