অযোধ্যা রায়: শর্তসাপেক্ষে জমির অধিকার হিন্দুদের দিল সুপ্রিম কোর্ট, রামমন্দির তৈরিতে ট্রাস্ট গঠনের নির্দেশ

অযোধ্যায় জমি বির্তক মামলায় রামলালার সেবায়েত হিসেবে নির্মোহী আখড়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। 

Updated By: Nov 9, 2019, 11:28 AM IST
অযোধ্যা রায়: শর্তসাপেক্ষে জমির অধিকার হিন্দুদের দিল সুপ্রিম কোর্ট, রামমন্দির তৈরিতে ট্রাস্ট গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: অযোধ্যা মামলার রায় পড়ে শোনাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ৫-০ সম্মতিতে অর্থাত্ সর্বসম্মতিতে এই রায়দান শোনাচ্ছেন প্রধান বিচারপতি গগৈ।

  • এই ট্রাস্ট তৈরির জন্য কেন্দ্রকে এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে
  • অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে হবে
  • মসজিদ বানানোর জন্য মুসলিম পক্ষকে ৫ একর বিকল্প জমি দিতে হবে 
  • শর্ত সাপেক্ষে এই জমি হিন্দুদের হাতে দেওয়া হোক
  • মুসলিমদের জন্য বিকল্প জমির ব্যবস্থা হবে
  • জমির মালিকানার পক্ষে প্রমাণ দেখাতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড
  • যে কাঠামো ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল তা মসজিদ নয়। তবে তা যে মন্দির ছিল তাও নির্দিষ্ট ভাবে বলা যায় না।
  • বাবরি মসজিদ খালি জায়গায় ওপর তৈরি হয়নি
  • ধর্মবিশ্বাসের ওপর ভিত্তি করে আদালত রায় দিতে পারে না।
  • রাম যে অযোধ্যায় জন্মেছিলেন হিন্দুদের এই বিশ্বাসের ওপর প্রশ্ন তোলা যায় না।
  • জমির দখল নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড যে দাবি করছে, তার যথাযথ প্রমাণ দিতে পারেনি।
  • ১৯৯২ সালে মসজিদ যে ভাঙা হয়েছে, তা আইনবিরুদ্ধ

  • অযোধ্যায় রামের জন্ম নিয়ে হিন্দুদের বিশ্বাস অনস্বীকার্য। 

  • ১৮৫৬-৫৭ সালের মধ্যে য নথি মিলেছে, হিন্দুদের পুজো করাতে কোনও বাধাদান দেওয়া হয়নি।

.