বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রী নিগ্রহে তোলপাড় দেশ

বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রী নিগ্রহে তোলপাড় দেশ। এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কাছে রিপোর্ট তলব করেছেন রাহুল গান্ধী। সিদ্ধারামাইয়ার সঙ্গে কথা বলেন সুষমা স্বরাজও। বিদেশমন্ত্রকে ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কর্নাটক সরকার। তানজানিয়ার ছাত্রী নিগ্রহে ফৌজদারি মামলা রুজু করেছে পুলিস।

Updated By: Feb 4, 2016, 01:24 PM IST
বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রী নিগ্রহে তোলপাড় দেশ

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রী নিগ্রহে তোলপাড় দেশ। এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কাছে রিপোর্ট তলব করেছেন রাহুল গান্ধী। সিদ্ধারামাইয়ার সঙ্গে কথা বলেন সুষমা স্বরাজও। বিদেশমন্ত্রকে ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কর্নাটক সরকার। তানজানিয়ার ছাত্রী নিগ্রহে ফৌজদারি মামলা রুজু করেছে পুলিস। তানজানিয়া দূতাবাসের তরফে কেন্দ্রকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। উপযুক্ত ব্যবস্তা গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্র। আক্রান্ত ছাত্রীর অভিযোগ, তিনি বর্ণবিদ্বেষের শিকার। যদিও এই অভিযোগ মানতে চায়নি পুলিস। পুলিসের দাবি, গাড়ি কে চালাবে, তা নিয়েই শুরু হয়েছিল বচসা। বিষয়টি নিয়ে রাজনৈতিক কাজিয়ায় জড়িয়েছে কংগ্রেস ও বিজেপি।

 

.