বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রীকে নিগ্রহের ঘটনায় দুঃখপ্রকাশ বিদেশমন্ত্রীর

বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রীকে নিগ্রহের ঘটনায় দুঃখপ্রকাশ বিদেশমন্ত্রীর। সুষমা স্বরাজের টুইট, লজ্জাজনক ঘটনায় তাঁরা গভীর ভাবে মর্মাহত। কর্নাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিস। এখনও পর্যন্ত চারজন গ্রেফতার। পুলিসের তদন্ত চলছে।

Updated By: Feb 4, 2016, 09:58 AM IST
বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রীকে নিগ্রহের ঘটনায় দুঃখপ্রকাশ বিদেশমন্ত্রীর

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রীকে নিগ্রহের ঘটনায় দুঃখপ্রকাশ বিদেশমন্ত্রীর। সুষমা স্বরাজের টুইট, লজ্জাজনক ঘটনায় তাঁরা গভীর ভাবে মর্মাহত। কর্নাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিস। এখনও পর্যন্ত চারজন গ্রেফতার। পুলিসের তদন্ত চলছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী তাঁকে এমনটাই জানিয়েছেন বলে টুইট করেছেন বিদেশমন্ত্রী। সুষমা স্বরাজ এমনটাও জানিয়েছেন যে, কর্নাটকের মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অন্যদিকে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অপরাধের সঙ্গে বর্ণবিদ্বেষের কোনও সম্পর্ক নেই। এটা নিছকই অন্যরকম অপরাধ। আর বেঙ্গালুরুতে আফ্রিকানদের নিরাপত্তার কোনও অভাব নেই বলেই আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিস।

.