'পদ্মাবতী' বিতর্কের মধ্যেই সংসদীয় কমিটির সঙ্গে দেখা করলেন বনশালী
'পদ্মাবতী'র মুক্তি নিয়ে জট কাটাতে সংসদীয় কমিটির সঙ্গে দেখা করলেন পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বনশালি। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ৩০ সদস্যের সংসদীয় কমিটির সামনে 'পদ্মাবতী' নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। বৈঠকে হাজির ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রধান প্রসূন জোশিও।
নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতী'র মুক্তি নিয়ে জট কাটাতে সংসদীয় কমিটির সঙ্গে দেখা করলেন পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বনশালি। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ৩০ সদস্যের সংসদীয় কমিটির সামনে 'পদ্মাবতী' নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। বৈঠকে হাজির ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রধান প্রসূন জোশিও।
সেন্সর বোর্ডের অনীহায় ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে 'পদ্মাবতী'র মুক্তি। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেট না মেলায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। ওদিকে ছবির বিরোধিতায় ক্রমশ বাড়তে থাকে বিক্ষোভ। এই পরিস্থিতিতে 'পদ্মাবতী' নিয়ে বক্তব্য জানতে পরিচালক বনশালীতে তলব করে সংসদীয় কমিটি।
আরও পড়ুন - একই সঙ্গে ব্যবহার করা যাবে ২টি সিম ও মেমরি কার্ড, বাজারে এল Xiaomi Redmi 5A
ত্রিশ সদস্যের সংসদীয় কমিটির প্রধান অনুরাগ ঠাকুর। কমিটিতে রয়েছেন লালকৃষ্ণ আদবাণী, কংগ্রেস নেতা রাজ বব্বর। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ সংসদীয় কমিটির মুখোমুখি হয়ে নিজের পক্ষ রাখেন বনশালী। ওদিকে 'পদ্মাবতী'-র মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটিকে সিনেমাটি দেখানোর পক্ষে সওয়াল করেছেন প্রসূন জোশি।
দীপিকা, শাহিদ ও রণবীর কাপুর অভিনীত 'পদ্মাবতী'-র মুক্তি পিছিয়ে যাওয়ায় বিমর্ষ চলচ্চিত্রপ্রেমীরা। ওদিকে পদ্মাবতীর অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকরা এখনো দ্বিধাবিভক্ত। এই পরিস্থিতিতে এখন বল সংসদীয় কমিটির কোটে।