সোমবার থেকে বিহারে শুরু নির্বাচন
পাটলিপুত্রের সিংহাসনে এবার কে? সিংহাসন দখলের কুরুক্ষেত্র শুরু হচ্ছে সোমবার।
ওয়েব ডেস্ক: পাটলিপুত্রের সিংহাসনে এবার কে? সিংহাসন দখলের কুরুক্ষেত্র শুরু হচ্ছে সোমবার। প্রথম দফায় দশ জেলার উনপঞ্চাশটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অবশ্য মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হবে বিকেল তিনটে পর্যন্ত।
কিছু স্পর্শকাতর অঞ্চলে চারটে পর্যন্ত ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তেরোহাজার ভোটগ্রহণ কেন্দ্রে মোট পাঁচশো তিরাশিজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশো উনচল্লিশ জন ভোটার। মহিলা প্রার্থীর সংখ্যা চুয়ান্ন। পাঁচই নভেম্বর পর্যন্ত মোট পাঁচদফায় চলবে ভোটগ্রহণ। গণনা ও ফলঘোষণা হবে আটই নভেম্বর। সব মিলিয়ে আগামী কয়েকদিন টানটান উত্তেজনা চলবে।