মোদী `ফ্যাসিস্ট`, মন্তব্য দ্বিগবিজয়ের

মোদীর `কংগ্রেস মুক্ত ভারত` শ্লোগানে ভাবী প্রধানমন্ত্রীর `ফ্যাসিস্ট` রূপে দেখছেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং। টুইটার সমস্ত অ-বিজেপি দলগুলির কাছে পৌঁছনোর চেষ্টা করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বার্তা ধর্ম নিরপেক্ষতার।

Updated By: Aug 19, 2013, 07:32 PM IST

মোদীর `কংগ্রেস মুক্ত ভারত` শ্লোগানে ভাবী প্রধানমন্ত্রীর `ফ্যাসিস্ট` রূপে দেখছেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং। টুইটার সমস্ত অ-বিজেপি দলগুলির কাছে পৌঁছনোর চেষ্টা করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বার্তা ধর্ম নিরপেক্ষতার।
সিংয়ের টুইট, "মোদীর কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্লোগান কী ফ্যাসিস্টবাদী নয়? সমস্ত অ-বিজেপি, ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলি প্রতিক্রিয়া জানান।"
লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির দুই প্রধান রাজনৈতিক দল যখন ঘর গোছাতে ব্যস্ত, তখন দ্বিগবিজয়ের `অ-বিজেপি ও ধর্ম নিরপেক্ষ` দলগুলির উদ্দেশ্যে বার্তা রাখা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বেশ কিছুদিন হল জেজেএম ইউপিএতে যোগ দিয়েছে। কয়েক দিন আগেই বিজেপির হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে শুহ্মমনিয়াম স্বামীর জনতা দলও। হায়দরাবাদের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অ-কংগ্রেসি দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। টিডিপির কাছে বার্তা ছিল এনডিএ পরিবারে শরিক হওয়ার।

.