রাহুলের আইএসআই মন্তব্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি বিজেপির

মুজফ্ফরনগরে হিংসায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে আইএসআই। রাহুল গান্ধীর এই মন্তব্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল বিজেপি। নরেন্দ্র মোদীর মন্তব্য,  রাজস্থানের এক পুলিস  আধিকারিক কংগ্রেসের টিকিটে ভোটে লড়তে চাইছেন। তিনিই কংগ্রেস সহ-সভাপতিকে মুজফ্ফরনগরে আইএসআই যোগাযোগের কথা বলেছেন।   

Updated By: Oct 26, 2013, 10:36 PM IST

মুজফ্ফরনগরে হিংসায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে আইএসআই। রাহুল গান্ধীর এই মন্তব্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল বিজেপি। নরেন্দ্র মোদীর মন্তব্য,  রাজস্থানের এক পুলিস  আধিকারিক কংগ্রেসের টিকিটে ভোটে লড়তে চাইছেন। তিনিই কংগ্রেস সহ-সভাপতিকে মুজফ্ফরনগরে আইএসআই যোগাযোগের কথা বলেছেন।
  
মধ্যপ্রদেশের জনসভায় রাহুল গান্ধীর এই মন্তব্য বিজেপির হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের প্রশ্নে রাহুল গান্ধীর মন্তব্য অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। পরিস্থিতি সামাল দিতে নানা যুক্তি সাজাচ্ছেন দলের নেতারা। সোনিয়া পুত্রের বিতর্কিত মন্তব্যে সমস্যায় ইউপিএ শরিকরাও।
 
শনিবার, রাজস্থানের উদয়পুরের জনসভায় এই ইস্যুতে সরব হন নরেন্দ্র মোদী। এদিন, উদয়পুরের জনসভায় নরেন্দ্র মোদী বলেন, রাজস্থানের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। কংগ্রেস হাইকমান্ডেরও আর রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ওপর ভরসা নেই।

 

.