রাহুল গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি, সামলাতে হিমশিম খেল পুলিস

নতুন বছরে তিনিই নাকি প্রধানমন্ত্রী হতে চলেছেন। এমন জল্পনার মাঝে `হবু` প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাহুল গান্ধীর বাড়ির সামনে বিজেপির এই বিক্ষোভ সামলাতে হিমশিম খেল পুলিস।

Updated By: Dec 31, 2013, 02:42 PM IST

নতুন বছরে তিনিই নাকি প্রধানমন্ত্রী হতে চলেছেন। এমন জল্পনার মাঝে `হবু` প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাহুল গান্ধীর বাড়ির সামনে বিজেপির এই বিক্ষোভ সামলাতে হিমশিম খেল পুলিস। রীতিমত জলকামান ছুঁড়ে বিজেপির যুব মোর্চা কর্মীদের থামাতে হল পুলিসকে।

বিজেপি অরুণ জেটলির অভিযোগ, একটি বেসরকারি সংস্থাকে প্রকল্প শেষ করার জন্য বাড়তি সময় দেওয়ার জন্য প্রায় চার কোটি টাকা নিয়েছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী৷

অরুণ জেটলির দাবি, ২০০২ সালে বিদ্যুত্ প্রকল্পটি হওয়ার কথা ছিল৷ কিন্তু ২০০৪ শেষ হয়ে যাওয়ার পরও বেসরকারি সংস্থাটি প্রকল্পের কাজ শেষ করতে না পারায় তা বাতিল করে দেওয়া হয়৷ জেটলির দাবি, আজ পর্যন্ত এই প্রজেক্টের কাজ শেষ হয়নি৷ ২০১২ সালে বীরভদ্র সিংহ ফের মুখ্যমন্ত্রী হন৷ আর এরপরই বিদ্যুত্‍ প্রকল্পের কাজ শেষ করার জন্য সংস্থাটিকে ১০ মাস অতিরিক্ত সময় দেওয়া হয়৷

.