কোল-গেট ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াল বিজেপি
কয়লার ব্লক বন্টন দুর্নীতিতে সরকারের ওপর আরও চাপ বাড়াল বিজেপি। কয়লা দুর্নীতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিজেপি। ফাইল নিখোঁজ হওয়ার এতদিন পরেও কেন কেন্দ্র এফআইআর করেনি সে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ সুষমা স্বরাজ। সিবিআইয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর নিজেরই ব্লক বন্টন নিয়ে তদন্ত চাওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি। দিনভর এই ইস্যুতেই উত্তাল হয় লোকসভা। মঙ্গলবার বিরোধীদের দাবি মেনে কয়লার ফাইল উধাও নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
কয়লার ব্লক বন্টন দুর্নীতিতে সরকারের ওপর আরও চাপ বাড়াল বিজেপি। কয়লা দুর্নীতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিজেপি। ফাইল নিখোঁজ হওয়ার এতদিন পরেও কেন কেন্দ্র এফআইআর করেনি সে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ সুষমা স্বরাজ। সিবিআইয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর নিজেরই ব্লক বন্টন নিয়ে তদন্ত চাওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি। দিনভর এই ইস্যুতেই উত্তাল হয় লোকসভা। মঙ্গলবার বিরোধীদের দাবি মেনে কয়লার ফাইল উধাও নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বিবৃতির পরেও বদলাল না সংসদের ছবিটা। বুধবার অধিবেশন শুরু হতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা।
বিরোধীদের মন জয় করতে মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। যোগ দিয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি। কিন্তু বুধবার সকাল হতেই দেখা গেল নৈশভোজ কূটনীতিও ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীকে বিপাকে ফেলে কয়লা ব্লক বন্টন ইস্যুতে চাপ বাড়ালেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।
কয়লা ব্লক বন্টন দুর্নীতিকে একুশ শতকের সবচেয়ে বড় কেলেঙ্কারি আখ্যা দিয়েছেন সিপিআইএম সাংসদ বাসুদেব আচারিয়া।
কংগ্রেসকে সামান্য স্বস্তি দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু কংগ্রেসের আমলেই নয়, বিজেপির আমলেও যাবতীয় কয়লার ব্লক বন্টন নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
দিনের শেষে আরও চাপ বাড়িয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর নিজেরই সিবিআইয়ের কাছে গিয়ে কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্ত চাওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি। তবে রাজনৈতিক শিবিরের একাংশের মতে বিজেপির সঙ্গে রফা করে নিয়েছে কংগ্রেস। বিজেপিকে বলতে দিয়ে সরকার গুরুত্বপূর্ণ বিলগুলিতে বিজেপির সমর্থন নিশ্চিত করে নিয়েছে। ফলে বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করলেও তা আসলে লোক দেখানো বলেই মনে করছেন রাজনীতিকদের অনেকেই।