অজিত পাওয়ারের পদত্যাগের দাবি বিজেপি-শিবসেনার
মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পদত্যাগের দাবি জানাল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের খড়া পরিস্থিতির নিরিখে অজিত পাওয়ারের করা বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগের দাবি জানানো হয়েছে।
মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পদত্যাগের দাবি জানাল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের খড়া পরিস্থিতির নিরিখে অজিত পাওয়ারের করা বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগের দাবি জানানো হয়েছে।
রাজ্যের ৩০টি জেলা যখন পানীয় জলের সমস্যায় ধুঁকছে। সেই সময় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর হাস্যকর বয়ানে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। টানা ৫৫ দিন ধরে অনশনে করছেন দেশমুখ। দাবি, খড়া পরিস্থিতির উন্নতিতে বাঁধের জল ছাড়তে হবে। অনশনের পরিপ্রেক্ষিতে রবিবার এক জনসভায় অজিত পাওয়ার বলেন, "বাঁধে এখন জল নেই। আমরা কী করতে পারি? আমরা কী প্রস্রাব করে বাঁধ ভরব?" মন্ত্রীর এই বয়ানেই বতর্ক ছড়িয়েছে।
উপমূখ্যমন্ত্রীর এই কৌতুকের কড়া ভাষায় সমালোচনা করেছে বিজেপি। দলের শীর্ষনেতা প্রকাশ জাভরেকর বলেন, "এই ধরনের মন্তব্য কখনই মেনে নেওয়া যায় না। আমাদের দল তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছে।" মহারাষ্ট্র বিধানসভার মধ্যেও বিজেপি প্রতিবাদের আওয়াজ তুলবে বলেও জানিয়েছে বিজিপি নেতৃত্ব। এই ইস্যুতে একই দাবি করেছে শিবসেনাও।