ত্রিপুরার চরিলাম আসনে রেকর্ড মার্জিনে জিতল বিজেপি

সিপিএমের  রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুর পর স্থগিত রাখা হয়েছিল চরিলাম কেন্দ্রের নির্বাচন। ওই আসনে জিতলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 

Updated By: Mar 15, 2018, 04:51 PM IST
ত্রিপুরার চরিলাম আসনে রেকর্ড মার্জিনে জিতল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় চরিলাম কেন্দ্রের নির্বাচনে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মা। রাজ্যের উপমুখ্যমন্ত্রীও তিনি। চারটি উপনির্বাচনে হারার পর ত্রিপুরার জয় স্বস্তি দিল বিজেপিকে। 

টুইটারে বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধর বলেন, ''ত্রিপুরায় বিজেপির বিজয়রথ অব্যাহত। চরিলাম কেন্দ্রে সর্বোচ্চ ২৫,৫৫০ ভোটের ব্যবধানে জিতলেন জিষ্ণু দেববর্মা। জামানত জব্দ হল সিপিএমের। মুখ্যমন্ত্রী ও দলের কর্মীদের অভিনন্দন।''

সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুর পর ওই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। ১২ মার্চ হয় ভোটগ্রহণ। তবে ভোটের আগে বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে প্রার্থী প্রত্যাহার করে সিপিএম। বিজেপি প্রার্থীর বিরূদ্ধে লড়াইয়ে ছিলেন কংগ্রেসের অর্জুন দেববর্মা ও ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরার প্রার্থী শঙ্কর দেবনাথ। সিপিএম প্রার্থী তুলে নেওয়ায় বিজেপির জয় কার্যত নিশ্চিতই ছিল। সেটাই হল, রেকর্ড মার্জিনে জিতলেন বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মা।         

আরও পড়ুন- গোটা দেশের চেয়েও পশ্চিমবঙ্গে অধিক হারে বাড়ছে আরএসএস

২৫ বছর পর ত্রিপুরায় পতন হয়েছে বাম দুর্গের। ৫৯টি আসনে ভোটের ফলে বিজেপি ও আইপিএফটি জোট পেয়েছে ৪৩টি আসন। এবার আরও একটা আসন বাড়ল। সবমিলিয়ে ত্রিপুরায় ৪৪টি আসন গেল বিজেপি জোটের ঝুলিতে। বামেরা পেল মাত্র ১৬টি আসন।       

আরও পড়ুন- যানের সর্বোচ্চ গতি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের

.