737 Max বিপর্যয় থেকে উদ্ধার পেতে CEO ডেনিস মুলেনবার্গকে সরিয়ে দিল Boeing

সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'জনমানসে সংস্থার প্রতি আস্থা ফেরাতে শীর্ষপদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস। উড়ান নিয়ামক, ক্রেতা তথা সমস্ত পক্ষের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে এই পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছিল।'

Updated By: Dec 23, 2019, 08:24 PM IST
737 Max বিপর্যয় থেকে উদ্ধার পেতে CEO ডেনিস মুলেনবার্গকে সরিয়ে দিল Boeing

নিজস্ব প্রতিবেদন: 737 Max নিয়ে ল্যাজেগোবরে পরিস্থিতির মধ্যেই অপসারণ করা হল মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থা Boeing-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেনিস মুলেনবার্গকে। ১৩ ডিসেম্বর তাঁর স্থলাভিষিক্ত হবেন সংস্থার চেয়ারম্যান ডেভ কলহুন। 

সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'জনমানসে সংস্থার প্রতি আস্থা ফেরাতে শীর্ষপদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস। উড়ান নিয়ামক, ক্রেতা তথা সমস্ত পক্ষের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে এই পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছিল।'

গত ১০ মার্চ ইথিওপিয়ায় ভেঙে পড়ে বোয়িংয়ের ঝাঁ চকচকে নতুন 737 Max বিমান। তার ঠিক ৫ মাস আগে একই ভাবে ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ে লায়ন এয়ারের 737 Max বিমান। এর পরই ওই বিমানের উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্বের সমস্ত দেশ। তাদের সব থেকে জনপ্রিয় বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বেজায় বিপাকে পড়ে বোয়িং। তদন্তে দেখা যায়, MCAS নামে বিমানের একটি সফটওয়্যারে ত্রুটির ফলে ঘটেছে দুর্ঘটনাগুলি। 

বোয়িংয়ের বিরুদ্ধে অভিযোগ, বিমানের সফটওয়্যারে খামতি আছে জেনেও তা সংশোধনের চেষ্টা করেনি তারা। এমনকী বিমানসংস্থা বা পাইলটদের সেকথা জানানোও হয়নি। গত ৯ মাস ধরে বাণিজ্যিকভাবে গোটা বিশ্বে আকাশে ওড়েনি কোনও বোয়িং 737 Max বিমান। ওদিকে নিষেধাজ্ঞা জারির পর থেকে সিয়েটলের কারখানায় এই বিমান তৈরির গতি কমিয়ে দেয় বোয়িং। তাতেও শেষ রক্ষা হয়নি সম্প্রতি 737 Max তৈরি সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংস্থা। বোয়িংয়ের বিপর্যয় মার্কিন অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গোটা বিশ্ব থেকে ৫,০০০-এর বেশি 737 Max-এর বরাত রয়েছে বোয়িংয়ের কাছে। নিষেধাজ্ঞার ফলে আকাশে উড়তে পারছে না প্রায় ৩৫০টি বিমান। তার মধ্যে ভারতে স্পাইসজেটের ৫টি বিমান রয়েছে। দিল্লি বিমানবন্দরে ধুলো জমছে বিমানগুলিতে।      

.