ব্রিটিশ প্রশাসনের তরফ থেকে মোদীকে গার্ড অফ অনার দেওয়া হলেও তাঁর পিছু ছাড়তে নারাজ 'অসহিষ্ণুতা'

৩ দিনের ব্রিটেন সফরে লন্ডনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী হিসেবে এটাই মোদীর প্রথম ব্রিটেন সফর। ব্রিটিশ প্রশাসনের তরফে মোদীকে গার্ড অব অনার দেওয়া হয়।

Updated By: Nov 12, 2015, 11:42 PM IST
ব্রিটিশ প্রশাসনের তরফ থেকে মোদীকে গার্ড অফ অনার দেওয়া হলেও তাঁর পিছু ছাড়তে নারাজ 'অসহিষ্ণুতা'

ওয়েব ডেস্ক: ৩ দিনের ব্রিটেন সফরে লন্ডনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী হিসেবে এটাই মোদীর প্রথম ব্রিটেন সফর। ব্রিটিশ প্রশাসনের তরফে মোদীকে গার্ড অব অনার দেওয়া হয়।

তবে লন্ডন সফরেও অসহিষ্ণুতা ইস্যুতে অস্বস্তিতে নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক সংগঠন 'পেনে'র তরফে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। সলমন রুশদি সহ ২০০ বিশিষ্ট জন সই করেছেন ওই চিঠিতে। মোদীর সঙ্গে বৈঠকে ক্যামেরন যাতে অসহিষ্ণু বিতর্ক তোলেন সেই অনুরোধ জানানো হয়।

যতই বিতর্ক থাকুক না কেন, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন মোদী। এরপর ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে যৌথ সাংবাদিক সম্মেলন। পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দেবেন মোদী। এরপর ভাষণ দেবেন হাউস অফ পার্লামেন্টে। মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ব্রিটেনের সংসদে ভাষণ দেবেন। এরপর ভাষণ দেবেন লন্ডনের ফিনান্সিয়াল হাব গিল্ডহলে।  পরে বাকিংহামশায়ারে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে ফের বৈঠক করবেন ক্যামেরনের সঙ্গে। আজকের রাতটা সেখানেই থাকবেন মোদী। কাল ফিরবেন লন্ডনে।

আগামিকালও রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি। এই সফরে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে মোদীর।  অনাবাসী ভারতীয়দের তরফে ওয়েম্বলি স্টেডিয়ামে মোদীর বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।

.