জিতলে কর্ণাটকে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাই, স্পষ্ট ঘোষণা অমিত শাহর
কর্ণাটকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খনি দুর্নীতিতে অভিযুক্ত বিএস ইয়েদুরাপ্পাকেই বেছে নিল বিজেপি। আজ সংবাদ সংস্থা পিটিআইকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। আগামী বছর দক্ষিণের এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই নির্বাচনে পরিচিত ক্যাপ্টেনকেই মাঠে নামিয়ে দিল মোদীর দল। বর্তমানে সেরাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ইয়েদুরাপ্পা।
ওয়েব ডেস্ক: কর্ণাটকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খনি দুর্নীতিতে অভিযুক্ত বিএস ইয়েদুরাপ্পাকেই বেছে নিল বিজেপি। আজ সংবাদ সংস্থা পিটিআইকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। আগামী বছর দক্ষিণের এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই নির্বাচনে পরিচিত ক্যাপ্টেনকেই মাঠে নামিয়ে দিল মোদীর দল। বর্তমানে সেরাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ইয়েদুরাপ্পা।
#BSYeddyurappa will be #BJP's chief ministerial face in #Karnataka polls: BJP president @AmitShah to @PTI_News. pic.twitter.com/i4cqUo9gMX
— Press Trust of India (@PTI_News) May 26, 2017
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ''১১ মার্চ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশে সরকার গঠন করা হয়। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। আর তারপর থেকে প্রতিটি ইস্যুকে নিপুণ হাতে সামলেছেন যোগী।'' কেন্দ্রে বিজেপি সরকার তাদের তৃতীয় বছর পূরণ করল। সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ''গত তিন বছরে আমাদের সরকার যা করেছে তা স্বাধীনতার পর ৭০ বছরের ভারত পায়নি।''