জেটলির প্রস্তাবে না-খুশ বণিকমহল, ধস নামল শেয়ার বাজারে

অরুণ জেটলির ঘোষণায় পতন বাজারে। সকাল থেকেই শেয়ার বেচে লাভ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। 

Updated By: Feb 2, 2018, 05:42 PM IST
জেটলির প্রস্তাবে না-খুশ বণিকমহল, ধস নামল শেয়ার বাজারে

নিজস্ব প্রতিবেদন: বাজেটের দিনই ইঙ্গিত মিলেছিল। শুক্রবার সকাল থেকেই ধস নামল শেয়ার বাজারে। ৮৪০ অঙ্কেরও বেশি পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। নিফটি নামল ১০,৮০০ ঘরের নীচে। 

বাজেটে দীর্ঘমেয়াদে লাভের উপরে করের ঘোষণা করেছেন জেটলি। এদিকে, অর্থনীতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে ফিঞ্চ রেটিং সংস্থা। তাদের বক্তব্য, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কম হচ্ছে। এর ফলে ভারতের রেটিং নীচে নামতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে রক্তক্ষণের কারণ দীর্ঘমেয়াদি লাভের উপর কর আরোপের প্রস্তাব। দীর্ঘমেয়াদী শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশ কর চাপিয়েছেন অরুণ জেটলি। আর এই সিদ্ধান্তেই হোঁচট খেয়েছেন বিনিয়োগকারীরা।    

আরও পড়ুন- ক্যাশলেস হবে 'মোদীকেয়ার', জানালেন জেটলি

ব্যাঙ্কিং, ভোগ্যপণ্য, অলঙ্কার ও আবাসন শিল্পের স্টকগুলি এদিন বাজারকে টেনে নামিয়েছে। ২৪.৪০ শতাংশ পড়েছে পিসি জুয়েলার্স। জিএমআর ইনফ্রাস্ট্রাকচারে ধস নেমেছে ১৫.৩৮ শতাংশ। ১৩.৪১ শতাংশ পড়েছে বম্বে ডায়িং।     

দিনের শেষে ৮৩৯.৯১ পয়েন্ট পড়ে ৩৫,০৬৬.৭৫ অঙ্কে বন্ধ হয়েছে সেনসেক্স। নিফটি ২৫৬.৩০ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ১০.৭৬০ অঙ্কে।  

.