কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষে ২৫

জানা যাচ্ছে  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

Updated By: Nov 24, 2018, 02:55 PM IST
কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষে ২৫

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সোজা গিয়ে পড়ল পাশের গভীর খালে। মৃত কমপক্ষে ২৫ জনের। শনিবার দুপুর বারোটা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের মান্ডিয়ায়।

আরও পড়ুন-আমার মাকে গালি দিয়ে জামানত বাঁচাতে পারবে না কংগ্রেস, বললেন প্রধানমন্ত্রী

 

এদিন বাসটি যাচ্ছিল কর্ণাটকের পাণ্ডবপুরা থেকে মান্ডিয়ায়। বারোটা নাগাদ কানাগামারাডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিশ্বেশ্বরিয়া খালে পড়ে যায়। কাবেরী নদীর এই খালটি বেশ গভীর। ফলে জলে পড়ার পরেই জলে তলিয়ে যায় বাসটি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসটিতে ৫ জন স্কুল পড়ুয়া ছিল। দুর্ঘটনার পর সপ্তম শ্রেণির এক ছাত্র জানলা গলে বাইরে লাফিয়ে পড়ে। পরে সে সাঁতরে পাড়ে এসে ওঠে। তার কাছ থেকেই বহু তথ্য বেরিয়ে আসছে। জলে ডুবে যাওয়া বাসটিকে দড়ি দিয়ে পাড়ে টেনে তোলার চেষ্টা করেন এলাকার লোকজন।

দুর্ঘটনার খবর পেয়েছ ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের কর্তারা। ঘটনাচক্রে এদিন মান্ডিয়াতেই ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনিও ঘনঘন দুর্ঘটনার খবর নেন। পরে সব কর্মসুচি বাতিল করে ঘটনাস্থলে চলে আসেন। নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকার্য তদারিক করেন।

আরও পড়ুন-গুলি চলল নবান্নে, আতঙ্ক

সংবাদমাধ্যমে কুমারস্বামী বলেন, এইমাত্র খবর পেলাম মান্ডিয়ায় একটি বাস খালে পড়ে গিয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খবর নিয়ে দেখছি। মনে হচ্ছে চালকের কোনও ত্রুটি থাকতে পারে।

উল্লেখ্য, এনিয়ে গত ৮ দিনে দ্বিতীয় দুর্ঘটনা ঘটল।  এর আগে হুবলিতে এক দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ পর্যটকের। আহত হন ১০ জন।

.