লোকপাল নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক আজ
রাজ্যগুলির দাবি মেনে লোকপাল বিলের নতুন খসড়া থেকে লোকায়ুক্তকে বাদ দেওয়া হবে কিনা তা স্থির করতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকারের স্বার্থে লোকপাল বিলের আওতা থেকে রাজ্যস্তরে লোকায়ুক্ত গঠনের বিষয়টি বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। একই দাবি করেছে সরকারের শরিক দল তৃণমূল কংগ্রেসও।
রাজ্যগুলির দাবি মেনে লোকপাল বিলের নতুন খসড়া থেকে লোকায়ুক্তকে বাদ দেওয়া হবে কিনা তা স্থির করতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকারের স্বার্থে লোকপাল বিলের আওতা থেকে রাজ্যস্তরে লোকায়ুক্ত গঠনের বিষয়টি বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। একই দাবি করেছে সরকারের শরিক দল তৃণমূল কংগ্রেসও। এই অবস্থায় রাজ্যসভায় বিল পেশের আগে বিষয়টি পর্যালোচনার জন্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, লোকপাল বিল পাশ করানোর জন্য লোকায়ুক্তের ধারাটি বাদ দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ডিসেম্বরে কয়েকটি সংশোধনী-সহ লোকসভায় পাশ হয় লোকপাল বিল। কিন্তু, রাজ্যসভায় আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর রাজ্যসভার চলতি অধিবেশনে নতুন চেহারায় বিলটি পেশ করতে চলেছে কেন্দ্র। তবে আদৌ ঐকমত্যের ভিত্তিতে সংসদের চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খোলনলচে বদলে যাওয়ায় রাজ্যসভায় বিলটি পাশ হলে সেটিকে আবার অনুমোদনের জন্য পাঠাতে হবে লোকসভায়।