Kerala TMC: 'ভারত বাঁচাতে দিদিকে চাই,' বাম শাসিত কেরলে নতুন করে যাত্রা তৃণমূলের
এর্নাকুলামের রাস্তায় ছেয়ে গেল পোস্টার
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ৩৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে 'পরিবর্তন' এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার বাম শাসিত (Left) একমাত্র রাজ্য কেরলেও (Kerala) নতুন করে পথ চলা শুরু হল ঘাসফুল শিবিরের। প্রদেশ তৃণমূল কংগ্রেসের (TMC) নামে পোস্টার (Poster) পড়ল কেরলের এর্নাকুলামে। পোস্টারে লেখা, 'ভারত বাঁচাতে দিদিকে চাই, দিল্লি চলো।' ইংরেজির পাশাপাশি মালয়ালমেও লেখা রয়েছে একই কথা।
২০১৪ এর লোকসভা ভোটে (2024 Election) কেরলে মাত্র ৫ জন প্রার্থী দিতে পেরেছিল তৃণমূল। কিন্তু ইতিমধ্যেই সেখানে ৫১ জনের কমিটি গড়েছে তৃণমূল। এদিন এর্নাকুলামে (Ernakulam) দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বহু রাজনৈতিক কর্মীরা। প্রসঙ্গত, ২০২৪ এ তৃণমূলের লক্ষ্য দিল্লি। আর সেই কারণে রাজ্যের বাইরেও সংগঠন বিস্তারে উঠে পড়ে লেগেছে ঘাসফুল নেতৃত্ব।
আরও পড়ুন: Fake Officer: ফের শহরে 'ভুয়ো' অফিসার, NCRB এর ডিরেক্টর পরিচয়ে প্রতারণা!
লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেখানে তৃণমূলের শাখা বিস্তারে গিয়েছে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম। ত্রিপুরা সফরে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দোপাধ্যায়সহ অন্যান্য নেতৃত্বও। বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও উত্তরপ্রদেশেও শাখা বিস্তার করেছে তৃণমূল। যোগীরাজ্যে একাধিক এলাকায় খোলা হয় পার্টি অফিস। আর এবার দক্ষিণের পথেও পা বাড়াল ঘাসফুল শিবির।
আরও পড়ুন: Weather Today: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রাজ্যে, জেলায় জেলায় ভারী বর্ষণের ভ্রুকুটি