পশ্চিববঙ্গের বাস্তব পরিস্থিতি জানাতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি
বেলা ১২.৩০ মিনিটে নির্বাচন কমিশনের সদর দফতরে যাওয়ার কথা তাঁদের।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অবহিত করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। সোমবারই দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাবেন তাঁরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।
বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরাও নিগৃহীত হচ্ছে। পুলিস সুপারের জেরায় বাধা দিতে পথে নামছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে চলা তদন্তে রাজনৈতিক মন্তব্য করছেন তিনি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তাই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত নির্বাচন কমিশনের।
বিজেপির তরফে জানানো হয়েছে, এদিনের প্রতিনিধিদলে সীতারমণ ছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, সাংসদ সুরেন্দরসিং আহলুওয়ালিয়া ও কৈলাস বিজয়বর্গীয়। বেলা ১২.৩০ মিনিটে নির্বাচন কমিশনের সদর দফতরে যাওয়ার কথা তাঁদের।
রাজ্যের ৩ পদস্থ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের সিবিআই-এর
লোকসভা নির্বাচন ঘোষণা হলেই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে। তার আগে রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পর্কে খবর নিতে ইতিমধ্যে রাজ্য পুলিসের কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছে কমিশনের ফুল বেঞ্চ। যদিও সেই বৈঠকে হাজির ছিলেন না কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার। অন্য বেশ কয়েকটি জেলার পুলিস সুপারকে ওই বৈঠকে কমিশনের ভর্ত্সনার মুখে পড়তে হয় বলেও খবর।