বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমানের তল্লাসি অভিযান সরেজমিনে দেখতে চেন্নাইয়ে প্রতিরক্ষামন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমানের তল্লাসি অভিযান সরেজমিনে দেখতে, চেন্নাই গেলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। বায়ুসেনা, নৌসেনা, উপকূলরক্ষীবাহিনী, সবপক্ষই চেষ্টা চালালেও এখনও কোনও সূত্রই মেলেনি। কোন পথে এগোচ্ছে তল্লাসি, তার স্পষ্ট ধারণা পেতেই নিজে গেলেন প্রতিরক্ষামন্ত্রী। তাম্বারাম বায়ুসেনা ঘাঁটিতে যান তিনি।

Updated By: Jul 23, 2016, 05:36 PM IST
বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমানের তল্লাসি অভিযান সরেজমিনে দেখতে চেন্নাইয়ে প্রতিরক্ষামন্ত্রী

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমানের তল্লাসি অভিযান সরেজমিনে দেখতে, চেন্নাই গেলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। বায়ুসেনা, নৌসেনা, উপকূলরক্ষীবাহিনী, সবপক্ষই চেষ্টা চালালেও এখনও কোনও সূত্রই মেলেনি। কোন পথে এগোচ্ছে তল্লাসি, তার স্পষ্ট ধারণা পেতেই নিজে গেলেন প্রতিরক্ষামন্ত্রী। তাম্বারাম বায়ুসেনা ঘাঁটিতে যান তিনি।

আরও পড়ুন জনজীবন স্বাভাবিক করতে দু দিনের কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

গতকাল সকালে এখান থেকেই ওড়ে বিমানটি। বিমান নিখোঁজের কারণ এখনও স্পষ্ট নয়। উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাশকতা বা অন্তর্ঘাতের আশঙ্কা। একবার তেল ভরার পর টানা সাড়ে ৫ ঘণ্টা উড়তে পারে AN-32। কিন্তু নিখোঁজ হওয়ার পর ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে গোটা একটা দিন। ফলে ঠিক কী হল বিমানের, মাঝ আকাশ থেকে কোথায় হারিয়ে গেল সেটি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

.