Uttarakhand Bus Accident: ভোরবেলা বাঁকের মুখে খাদে পড়ল বাস! কুয়াশা ভেদ করে উঠল বাঁচার আর্তি, কিন্তু...

Almora Bus Accident: পাহাড়ে দুর্ঘটনার যেন শেষ নেই। যখনই ট্যুরিস্ট সিজন আসে তখনই পাহাড়ে কান্নার রোল আর শোকের ছায়া পড়ে। যেমন ঘটল উত্তরাখণ্ডের আলমোড়ার রামনগরে।

Updated By: Nov 4, 2024, 12:22 PM IST
Uttarakhand Bus Accident: ভোরবেলা বাঁকের মুখে খাদে পড়ল বাস! কুয়াশা ভেদ করে উঠল বাঁচার আর্তি, কিন্তু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাহাড়ে দুর্ঘটনার যেন শেষ নেই। যখনই ট্যুরিস্ট সিজন আসে তখনই পাহাড়ে কান্নার রোল আর শোকের ছায়া পড়ে। যেমন ঘটল উত্তরাখণ্ডের আলমোড়ার রামনগরে।

আরও পড়ুন: Puri Jagannath Temple: পুরীর মন্দিরের দেওয়ালে এ কী? তড়িঘড়ি ডাকা হল...

আলমোড়ায় রামনগরের খাদে এক যাত্রীবাহী বাস উল্টে পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। আজ, সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা ঘটার পরেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন স্থানীয় লোকজন ও স্থানীয় প্রশাসনিক লোকজনেরা। আসেন সরকারি আধিকারিকেরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যাত্রীদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন। যে আহতরা আটকে রয়েছেন, তাঁদের হেলিকপ্টারে করে তুলে আনার নির্দেশ দিয়েছেন। এক বার্তায় ধামি লেখেন, দুর্ঘটনার খবরে খুবই শোকাহত হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন: Bengal Weather Update: এক ধাক্কায় তাপমাত্রা কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস! পাকাপাকি কবে থেকে শীত? জেনে নিন তারিখ...

পুলিসসূত্রে জানা গিয়েছে, বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। গাড়োয়ালের নৈনিডান্ডা থেকে রামনগর যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। কাকভোরে একটি বাঁকের মুখ দিয়ে বেশ দ্রুতগতিতে যাওয়ার সময়ে ভারসাম্য হারিয়ে বাসটি উল্টে যায়। আলমোড়ার জেলাশাসক অলোককুমার পান্ডে বলেন, বাসটি ২০০ মিটার খাদে গড়িয়ে পড়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.