ক্ষমতায় আসার পর থেকে ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

তথ্যের আধিকার আইনে আবেদনের ভিত্তিতে ৩ বছরে বিজ্ঞাপন বাবদ খরচের হিসাব দিল কেন্দ্র।

Updated By: Dec 9, 2017, 07:43 PM IST
ক্ষমতায় আসার পর থেকে ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় আসার পর প্রায় ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার। তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানা গেল। ২০১৪ সালের জুন থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৩৭,৫৪,০৬,২৩,৬১৬ কোটি টাকা খরচ করা হয়েছে।  টিভি, সংবাদপত্র, কমিউনিটি রেডিও, দূরদর্শন, ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। 

সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছে সবচেয়ে বেশি। তার পরিমাণ ১,৬৯৮ কোটি টাকা। হোর্ডিং, পোস্টার ও ক্যালেন্ডারে খরচ করা হয়েছে ৩৯৯ কোটি। 

আরও পড়ুন- সলমন নিজামি কংগ্রেসেরই নেতা, রাহুল গান্ধীর সঙ্গে ছবি টুইট করে দাবি বিজেপির

তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র জানিয়েছে ২০১৪ সালের ১ জুন থেকে ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত খরচ হয়েছে ৪৪৮ কোটি টাকা। ১ এপ্রিল ২০১৫ থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৫৪২ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত খরচ করা হয়েছে ১২০ কোটি। এর মধ্যে আউটডোর বিজ্ঞাপনের খরচ ধরা হয়নি।

আরও পড়ুন- ঘরে বসেই মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করতে পারবেন গ্রাহকরা
 
২০১৫ সালে তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রচারে ৮.৫ কোটি টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করেছিল কেন্দ্র।  

.