চিলিকায় এখন ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা

চিলিকায় বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা। গত বছর শীতে ওড়িষার এই হ্রদে ভীষণ কমে গিয়েছিল পরিযায়ী পাখির সংখ্যা। গত বছর অক্টোবরে সাইক্লোন ফাইলিনের প্রকোপে আরও কমেছিল পাখি।

Updated By: Jan 12, 2015, 08:21 PM IST
 চিলিকায় এখন ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা

পুরী: চিলিকায় বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা। গত বছর শীতে ওড়িষার এই হ্রদে ভীষণ কমে গিয়েছিল পরিযায়ী পাখির সংখ্যা। গত বছর অক্টোবরে সাইক্লোন ফাইলিনের প্রকোপে আরও কমেছিল পাখি।

শুক্রবার সন্ধায় প্রকাশ পেয়েছে বার্ষিক পাখি সুমারি। সুমারি অনুযায়ী, এই ১,১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত লবণহ্রদে গত বছরের তুলনায় অনেক বেশি পাখি এসেছে এই বছর।

গতবছরের ১৫৮ প্রজাতির পাখির তুলনায় এই বছর চিলিকায় ভিড় জমিয়েছে ১৭২ প্রজাতির পাখি। ২০১৪ সালের ৭ লক্ষ ১৬ হাজার পাখির সংখ্যা এ বছর বেড়ে ৭ লক্ষ ১৯ হাজার।

বৈকল হ্রদ, কাসপিয়ান হ্রদ সহ রাশিয়া, সাইবেরিয়া ও মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেক বছর শীতে এই পরিযায়ীরা চিলিকায় অস্থায়ী বাসা গড়ে।

চিলিকার নলবন পাখি অভয়ারণ্যে পর্যাপ্ত খাবার আছে এই পরিযায়ী পাখিদের জন্য।

 

.