বাঙালি হিন্দু-নমশূদ্ররা আপনার কী ক্ষতি করেছে দিদি? শুধু ভোটব্যাঙ্ক দেখছেন: শাহ

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু থেকে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jan 3, 2020, 04:39 PM IST
বাঙালি হিন্দু-নমশূদ্ররা আপনার কী ক্ষতি করেছে দিদি? শুধু ভোটব্যাঙ্ক দেখছেন: শাহ

নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের যোধপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন সভা বিজেপির। সেই সুদূর রাজস্থান থেকে অমিত শাহের নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হিন্দুবিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টাও করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন,''বাঙালি হিন্দু ও নমশূদ্রদের ভালো চান না মমতা। উনি ভোটব্যাঙ্কের রাজনীতি করেন।''        

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু থেকে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লাগাতার কর্মসূচির মুখে বাকি বিরোধীরা হিমশিম খাচ্ছে। আবার লোকসভা ভোটে ১৮ আসন প্রাপ্তির পর একুশের স্বপ্ন দেখছে বিজেপি। সে কারণে মমতাকে 'বাঙালি হিন্দুবিরোধী' প্রতিপন্ন করতে পারলে মেরুকরণের সুবিধা ঘরে তুলবে বিজেপি, মত অনেকের। সেই চেষ্টাই করতে দেখা গেল শাহকে। তাঁর কথায়,''শরণার্থীদের ৭০ শতাংশের বেশি দলিত ভাই-বোন। মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন। নমশূদ্ররা কোথায় যাবেন? বাংলাভাষী শরণার্থীরা কোথায় যাবেন?  মমতা দিদিকে জিজ্ঞেস করতে চাই, ওরা কী ক্ষতি করেছে আপনার? বাঙালি হিন্দুরা কী ক্ষতি করেছে? আপনি বাংলাভাষী হিন্দুদের নাগরিকত্বদানের বিরোধিতা করছেন।''

নাগরিকত্ব সংশোধনী আইনকে নোটবাতিলের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই অমিত শাহ এদিন বলেন,''আপনি বলছেন, লাইন দিতে হবে। জালিয়াতি করছে সরকার। বাংলার শরণার্থীদের আশ্বাস দিচ্ছি, আপনাদের সঙ্গে প্রতারণা করা হবে না। সম্মানের সঙ্গে নাগরিকত্ব পাবেন। মমতা আপনাদের ভালো চান না। উনি ভোটব্যাঙ্ক দেখেন।''   

শিলিগুড়িতে এদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''বিজেপি নেতারা বলছে, মতুয়ারা নাগরিকত্ব পাবেন। ওরা তো ইতিমধ্যেই নাগরিক। কী আপনারা নাগরিক নন? বিজেপির দয়ায় নাগরিক হবেন! আপনাদের থেকে ৫ বছর থাকার প্রমাণ চাইবে ওরা। তারপর নাগরিকত্ব দেবে। ওদের মিথ্যা কথায় পা দেবেন না। উদ্বাস্তুদের নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আপনারা সকলেই এদেশের নাগরিক।'' 

আরও পড়ুন- "প্রধানমন্ত্রী কি পাকিস্তানের অ্যাম্বাসাডার?" শিলিগুড়ির মঞ্চ থেকে মোদীকে আক্রমণ মমতার

.