ভারত-পাক আকাশে ফের যুদ্ধের মেঘ

রবিবার উরি। মঙ্গলে নওগাম। উরিতে পাক মদতপুষ্ট জঙ্গি হানায় প্রাণ গিয়েছে আঠারো ভারতীয় জওয়ানের। এতেই থেমে থাকেনি পাকিস্তান। মঙ্গলবার ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়। রুখে দেয় ভারতীয় বাহিনী। খতম হয় দশ জঙ্গি। প্রশ্ন উঠছে পাকিস্তানের এই লাগাতার উস্কানি বরদাস্ত আর কতদিন।

Updated By: Sep 21, 2016, 09:54 AM IST
ভারত-পাক আকাশে ফের যুদ্ধের মেঘ

ওয়েব ডেস্ক: রবিবার উরি। মঙ্গলে নওগাম। উরিতে পাক মদতপুষ্ট জঙ্গি হানায় প্রাণ গিয়েছে আঠারো ভারতীয় জওয়ানের। এতেই থেমে থাকেনি পাকিস্তান। মঙ্গলবার ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়। রুখে দেয় ভারতীয় বাহিনী। খতম হয় দশ জঙ্গি। প্রশ্ন উঠছে পাকিস্তানের এই লাগাতার উস্কানি বরদাস্ত আর কতদিন।

প্রবল চাপ বাড়ছে মোদী সরকারের। এবার অন্তত প্রত্যাঘাত করুক ভারত। শাসক দলের কর্তাব্যক্তিরাও দাঁতের বদলে চোয়াল নেওয়ার হুমকি দিয়েছেন। চুপ নেই কেন্দ্রও। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তো বলেই দিয়েছেন, ওরা দশটা গুলি চালালে পঞ্চাশটা চালান। সব মিলিয়ে ভারত-পাক আকাশে ফের যুদ্ধের মেঘ।

.