Adhir Chowdhuri: অভিযোগ গুরুতর! স্মৃতি ইরানির বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি অধীরের
লোকসভায় রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যে বিতর্কে শাসক-বিরোধী তরজা তুঙ্গে।
মৌমিতা চক্রবর্তী: রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য বিতর্কে কেন সোনিয়া গান্ধির নাম টেনে আনছেন? স্মৃতি ইরানির বিরুদ্ধে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। শুধু তাই নয়, চিঠিতে বহরমপুরের সাংসদের দাবি, রাষ্ট্রপতির অবমাননা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীও!
চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, 'লোকসভা দাঁড়িয়ে যেভাবে মাননীয় রাষ্ট্রপতির নাম নিচ্ছিলেন স্মৃতি ইরানি, সেটা বিধিসম্মত নয়। মাননীয় রাষ্ট্রপতি, ম্যাডাম বা শ্রীমতি নয়, শুধুমাত্র 'দ্রৌপদী মুর্মু' বলে চিৎকার করছিলেন তিনি। যা রাষ্ট্রপতির পদমর্যাদার পক্ষে অবমাননাকর'। কংগ্রেস সাংসদের দাবি, 'যেভাবে স্মৃতি ইরানি মাননীয়া রাষ্ট্রপতিকে সম্বোধন করছিলেন, তা লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হোক'।
আরও পড়ুন: Adhir Chowdhuri: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর চৌধুরী!
এর আগে, এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কাছে চিঠি লিখে ক্ষমা চান অধীর চৌধুরি। কেন? বৃহস্পতিবার লোকসভায় দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেছিলেন বহরমপুরের সাংসদ! অধীরের এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে লোকসভা। স্রেফ রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগই নয়, কংগ্রেসের লোকসভার নেতাকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণনা। সংসদের বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা।