বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে মঙ্গলবার সংসদ অচল রাখে কংগ্রেস

ইয়ং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে গান্ধী পরিবারের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। সুব্রহ্মণ্যম স্বামীর মামলায় মঙ্গলবার সোনিয়া-রাহুলকে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হলেও এদিন নিম্ন আদালতেই হাজিরা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় কংগ্রেস।

Updated By: Dec 8, 2015, 05:33 PM IST
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে মঙ্গলবার সংসদ অচল রাখে কংগ্রেস

ওয়েব ডেস্ক: ইয়ং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে গান্ধী পরিবারের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। সুব্রহ্মণ্যম স্বামীর মামলায় মঙ্গলবার সোনিয়া-রাহুলকে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হলেও এদিন নিম্ন আদালতেই হাজিরা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় কংগ্রেস।

ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সুমন দুবে, মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, স্যাম পিত্রোদা এবং ইয়ং ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধিকে ১৯ ডিসেম্বর সশরীরের হাজিরার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট।

সোনিয়া-রাহুলকে আদালতের সমনের পর কংগ্রেস-বিজেপির চাপান-উতোরে দিনভর সরগরম ছিল দিল্লি। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে মঙ্গলবার সংসদ অচল করে দেয় কংগ্রেস। 

.