দশ জনপথে জোর তোড়জোড়, শনিবারই সভাপতি হিসেবে গান্ধী পরিবারের বাইরের কাউকে বেছে নেবে কংগ্রেস!
লোকসভা ভোটে দলে শোচনীয় ফলের পর দলের সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদন: সম্ভবত শনিবারই দলের সভাপতি বেছে নিচ্ছে কংগ্রেস। আর সেই সভাপতি হবেন গান্ধী পরিবারের বাইরের কেউ।
শুক্রবার ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক করেন আহমেদ প্যাটেল, কে সি বেণুগোপাল, এ কে অ্যান্টনি-সহ দলের বরিষ্ঠ নেতারা। শনিবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই সম্ভবত ঠিক হয়ে যাবে নতুন সভাপতির নাম।
আরও পড়ুন-বিজেপি নেত্রীর সঙ্গে শমীকের ঘনিষ্ঠতার অভিযোগ, মুখ খোলায় ফোনে হুমকি মহিলাকে
লোকসভা ভোটে দলে শোচনীয় ফলের পর দলের সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গান্ধী। বহুবার বোঝানোর চেষ্টা হলেও রাজি হননি তিনি। পরিকল্পনা রয়েছে গান্ধী পরিবারের বাইরের কাউকেই সভাপতি করা হবে। সংবাদমাধ্যমের খবর, নতুন সভাপতি হতে পারেন মুকুল ওয়াসনিক।
গত ১৩৪ বছরের কংগ্রেসের ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রেই সভাপতি নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের কেউ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ইতিমধ্যেই দলের সভাপতি হয়েছেন। বিরোধী শিবির থেকে বারেবারেই অভিযোগ ওঠে কংগ্রেস গান্ধী পরিবারের পৈত্রিক সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। সেকথা মাথায় রেখেই এবার সম্ভবত গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি হিসেবে বেছে নিতে চলেছে কংগ্রেস।
আরও পড়ুন- ধর্মতলার সমাবেশে সব পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর
কংগ্রেস সূত্রে খবর, প্রশাসনিক দক্ষতার কারণে দলের সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন মুকুল ওয়াসনিক। দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। শুধু তাই নয় পি ভি নরসিংহ রাও ও মনমোহন সরকারে তিনি মন্ত্রীও ছিলেন।