বিজেপি নেত্রীর সঙ্গে শমীকের ঘনিষ্ঠতার অভিযোগ, মুখ খোলায় ফোনে হুমকি মহিলাকে

বারাকপুরের সেনা কোয়ার্টারে থাকেন ওই বিজেপি নেত্রী। তাঁর সঙ্গে শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। 

Updated By: Aug 9, 2019, 07:36 PM IST
বিজেপি নেত্রীর সঙ্গে শমীকের ঘনিষ্ঠতার অভিযোগ, মুখ খোলায় ফোনে হুমকি মহিলাকে

নিজস্ব প্রতিবেদন: শমীক ভট্টাচার্যের নাম করে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার। ফোনে কথোপকথনের অডিয়োয় স্পষ্ট, শমীক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ছিল বিজেপি নেত্রীর। ওই মহিলাকে ফোন করে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি নেতা সমর চক্রবর্তী ওরফে ভোলা ফোনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওই মহিলার। ফোনে যোগাযোগ করা হলে সমরবাবু বলেন, 'এফআইআরের কপি পেয়েছি। এর বেশি কিছু বলব না। এরপরই ফোন কেটে দেন।'    

বারাকপুরের থাকেন ওই বিজেপি নেত্রী। তাঁর সঙ্গে শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। ফোনের কথোপকথনেও তা স্পষ্ট। ফাঁস হওয়ায় অডিয়োয় ,সমর চক্রবর্তী ওরফে ভোলা নামে ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, মহিলাকে ফোন করেছেন শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক নেতা। ফোনে মহিলাকে সমরবাবু বলছেন,'কথা বলার জন্য ফোন করেছিলাম।' বিজেপি নেত্রী তখন জানতে চান, কী কথা? আমার কোনও কথা নেই। শমীক ঘনিষ্ঠ নেতা বলেন,'আমার নয় তোমার ব্যাপারে।' তখন ওই মহিলা পাল্টা বলেন,'আপনি আমার সম্পর্কে কেন বলবেন? আপনি থার্ড পারসন।' ফাস্ট পারসন কারা? প্রশ্ন করেন বিজেপি নেতা। মহিলা উত্তর দেন, 'আমি ও শমীক ভট্টাচার্য।' উত্তর আসে, 'কোনওদিনই ছিল না। আমিও শমীক ভট্টাচার্যের হয়ে বলছি। শমীক ভট্টাচার্যকে ব্ল্যাকমেইল করছেন কেন? ২০০ পার্সেন্ট ব্ল্যাকমেইল করছো। বেশি বাড়াবাড়ি করতে যেও না তোমার গোটা পরিবারকে ডিসটার্বে ফেলে দেব। চম্পা চক্রবর্তীর ফোনটা ধরছো না কেন? তোমাকে ফোন করছে।'

সমর চক্রবর্তী আরও বলতে থাকেন, 'আমার কল রেকর্ড করে লাভ হবে না। কিচ্ছু হবে না। তোমার ছেলে ঠিক থাকলে ভালো। তুমি শমীক ভট্টাচার্যের নামে কেস করতে যাচ্ছ! করে এসো। বাকিটা আমারা দেখে নেব। অন রেকর্ড আছে আমাদের কাছে। মাইন্ড ইট। অনেক বেড়ে গেছ। তোমাকে যারা ইন্ধন যোগাচ্ছে, তাদের ও তোমাকে আমরা দেখছি। যাকে যাকে পাঠানোর পাঠিয়ে দাও। তোমার কোনো ট্যাটাস ছিল না। তোমার ছেলের বিয়েতে গিয়েছে শমীক ভট্টাচার্য দিয়েছে। শমীক ভট্টাচার্যের ইজ্জত খেতে চাইছো। কিচ্ছু বুঝি না। বাচ্চা ছেলে সবাই।' অডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।    

ফোনে কথোপকথন নিয়ে যোগাযোগ করা হয়েছিল শমীক ভট্টাচার্যকে। এব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছেন দমদমের বিজেপি প্রার্থী। 

আরও পড়ুন- সাত দফায় তৃণমূল ভাঙার পরিকল্পনায় বাঁধ, মুকুলের 'ভাটপাড়া' মডেল হিমঘরে

.