শ্রীদেবীর মৃত্যুতে 'অমানবিক' শোকবার্তা কংগ্রেসের
বিতর্কিত টুইট রাহুল গান্ধীর দলের। সমালোচনার মুখে মুছে দিল তারা।
নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবীর মৃত্যুর পর শোকবার্তা দিতে গিয়েও রাজনীতির ছোঁয়াচ এড়াতে পারল না কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ল রাহুল গান্ধীর দল। শ্রীদেবীকে যে ইউপিএ সরকার পদ্মশ্রী দিয়েছিল, তাঁর মৃত্যুর পর সেটা মনে করিয়ে দিল তারা। মুখ বাঁচাতে টুইটটি মুছে ফেলতে বাধ্য হয় কংগ্রেস।
সকালে কংগ্রেস টুইট করে,''শ্রীদেবীর মৃত্যুতে আমরা মর্মাহত। দারুণ অভিনেত্রী ছিলেন তিনি। নিজের কাজের মাধ্যমেই মানুষের হৃদয়ে থেকে যাবেন শ্রীদেবী। তাঁর নিকটজনদের সমবেদনা জানাচ্ছি। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী দিয়েছিল ইউপিএ সরকার।''
এই টুইট নিয়েই সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। ইউপিএ সরকার তাঁকে পদ্মশ্রী দিয়েছিল, এটা ঘটা করে প্রচার করতে হল কেন? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাঁদের মতে, একজনের মৃত্যুর পর কীভাবে রাজনীতি সম্ভব? মানবিকতা ভুলে গেল কংগ্রেস। সমালোচনার মুখে পড়ে টুইটটি মুছে দিতে বাধ্য হয় কংগ্রেস।
"She Was Awarded The Padma Shri By The UPA Govt In 2013". Are You Serious? Is That Line Even Necessary To Pay Tribute To A Legendary Actress? Please Stop Politicising The Death. You Guys Are Disgrace To Humanity. Shame On You Congress. #Sridevi #RIPSridevihttps://t.co/gdPHFEIWE4
— Sir Ravindra Jadeja (@SirJadeja) February 25, 2018
Was that necessary to mention what award she recieved during UPA government. Disgusting. Stop giving political colour to everything. Now don't blame the P.M for her death, because you are the best in that field. #sridevi #RIPSridevi
— Joydeep Barooah (@jdbarooah) February 25, 2018
India must vote for @INCIndia cos Congress/UPA Government gave #Sridevi Padma Awards.
And you stupid People of India thought GOVERNMENT of India conferred the award cos People of India Appreciate her Contribution to Indian Cinema.
Disgusting @INCIndia
Sic/Mental @OfficeOfRG https://t.co/0GJL0JzWxY— Raman (@being_delhite) February 25, 2018
Don't know about the name, but "Awarded padma shri by UPA" will be the 1st sentence written on her gravestone. #Sridevi #Congress https://t.co/FL48wNsPv0
— Mangalya Lakhia (@Mangalyalakhia) February 25, 2018
Don't know about the name, but "Awarded padma shri by UPA" will be the 1st sentence written on her gravestone. #Sridevi #Congress https://t.co/FL48wNsPv0
— Mangalya Lakhia (@Mangalyalakhia) February 25, 2018