বিধিনিষেধ শুনছে না সাধারণ মানুষ, রাজ্যে কার্ফু জারি মহারাষ্ট্র-পঞ্জাবে

করোনাভাইরাস ঠেকাতে রাজ্যে কার্ফু জারি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংও

Updated By: Mar 23, 2020, 08:56 PM IST
বিধিনিষেধ শুনছে না সাধারণ মানুষ, রাজ্যে কার্ফু জারি মহারাষ্ট্র-পঞ্জাবে

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের আগেই রাস্তায় নেমে পড়ল মানুষজন। করোনাভাইরাসের আতঙ্ক তো দূরের কথা পশ্চিমবঙ্গে সোমবার পাড়ায় পাড়ায়, দোকানে মানুষের ভিড় দেখে অবাক প্রশাসন। অনেকটা এরকমই অবস্থা পঞ্জাব ও মহারাষ্ট্রে। পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রে কার্ফু জারি করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই পথে হাঁটলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।

আরও পড়ুন-আংশিক শাটডাউন ব্যাঙ্কেও, বেলা ২টো পর্যন্ত পরিষেবা  

সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরে লিখেছেন, দেশ ও রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, যখনই আমাকে আপনারা টিভিতে দেখেন তখনই আপনাদের মনে হয় নতুন কিছু বলতে এসেছি। সবাইকে জানাচ্ছি, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দুধ, ওষুধ, রুটি মিলবে নিয়মিত। মানুষের আতঙ্কের কোনও কারণ নেই। সব ধর্মস্থান বন্ধ থাকবে। শুধুমাত্র পুরোহিত ও ইমামরা সেখানে যেতে পারবেন। এরপরেও মানুষ বাইরে বের হচ্ছেন। কোনও কথাই শুনছেন না। বাধ্য হয়েই আমরা রাজ্যব্যাপী কার্ফু জারি করছি।

এদিকে, করোনাভাইরাস ঠেকাতে রাজ্যে কার্ফু জারি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। রাজ্যের পুলিস প্রধান ও মুখ্যসচিবের সঙ্গে পরিস্থিতি বিচার করে রাজ্যে কার্ফু জারি করা হল, ঘোষণা করেন অমরেন্দ্র।

আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৩; রাজ্যে ৭, দেশ মৃত্যু বেড়ে ৮

সোমবার অমরেন্দ্র বলেন, গত কয়েকদিন ধরে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাইরে বেরিয়ে চলে আসছেন। এখন সরকার যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সাধারণ মানুষের ভালোর জন্য়ই। বিপুল সংখ্যক মানুষকে ঠেকানোর জন্যই কার্ফু জারি করা হয়েছে।  

.