৯৮ দিন স্থায়ী হতে পারে করোনার তৃতীয় ঢেউ, বলছে SBI-এর রিপোর্ট

টিকাই হতে পারে তৃতীয় ঢেউ প্রতিরোধের প্রধান অস্ত্র: SBI

Updated By: Jun 3, 2021, 10:03 AM IST
 ৯৮ দিন স্থায়ী হতে পারে করোনার তৃতীয় ঢেউ, বলছে SBI-এর রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্ত দেশ। চারদিকে হাহাকার। কোথাও গণ কবর দেখা যাচ্ছে তো কোথাও শ্মশানে লম্বা লাইন। এই পরিস্থিতিতে এক উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। করোনার তৃতীয় ঢেউ আসন্ন ধরে নিয়েই সংস্থাটি দাবি করেছে, এদেশে প্রায় ৯৮ দিন স্থায়ী হবে করোনার তৃতীয় ঢেউ। সঠিক ভাবে টিকাকরণই তৃতীয় ঢেউ প্রতিরোধের একমাত্র হাতিয়ার।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর রিপোর্টে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ের আনুমানিক স্থায়ীত্ব প্রায় ৯৮ দিন এবং দ্বিতীয় ঢেউয়ের স্থায়ীত্ব প্রায় ১০৮ দিন। তবে  করোনার দ্বিতীয় ঢেউয়ের মতোই প্রাণঘাতি হবে তৃতীয় ঢেউ। তবে ,মানুষ সচেতন হলে প্রাণনাশের সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনা যাবে। তা প্রায় ১ লক্ষ ৭০ হাজার থেকে ৪০ হাজারে নামিয়ে আনা সম্ভবপর হবে। 

আরও পড়ুন: Monsoon Forecast: Kerala হয়ে আজই ভারতে ঢুকছে বর্ষা, জানাল হাওয়া অফিস

আরও পড়ুন: রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গুলিতে নিহত BJP কাউন্সিলর

রিপোর্টে আরও বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইরাসের পরবর্তী টার্গেট হতে পারে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা। তবে এই সংক্রমণ রুখতে টিকাকরণই প্রধান অস্ত্র।

.