Covid সংক্রমণে বিশ্বরেকর্ড, ৩ লাখের গন্ডি পার করল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

দেশের ৫ রাজ্য়ের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক

Updated By: Apr 22, 2021, 10:57 AM IST
Covid সংক্রমণে বিশ্বরেকর্ড, ৩ লাখের গন্ডি পার করল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: সাত দিনেরও কম সময়ে এক লাখ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হলেন ৩,১৫,৮০২ জন। il এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ থেকে বেড়ে ৩ লাখের গন্ডি পার করল। আর গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ২১০৪ জন।  

আরও পড়ুন-বুথ লাগোয়া তৃণমূলের কার্যালয়, জ্বলজ্বল করছে প্রার্থীর নাম, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ঢাকা হল ত্রিপলে

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। কোথাও নাইট কার্ফু(Night Curfew), কোথাও আংশিক লকডাউন। খোদ দিল্লিতে জারি হয়েছে লকডাউন। বৃহস্পতিবার সকালের হিসেব অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে হল ১,৫৯,২৪,৮০৬।  সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১,৫৭,৫৩৮। সুস্থ হয়েছেন ১,৩২,৭৬,০৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ১,৮২,৫৫৩ জন।

দেশের ৫ রাজ্য়ের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গতবারের মতো এবারও আক্রান্তের সংখ্যার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র(Maharashtra)। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪০,২৭,৮২৭ জন, কেরলে ১,১৯৭,৩০১,কর্ণটাকে ১,১০৯,৬৫০, তামিলনাড়ুতে ৯,৬২,৯৫৩, অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত আক্রান্ত ৯,৪২,১৩৫ জন। আজ সম্ভবত সন্ধেতেই লকডাউন ঘোষণা করতে পারেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন-চোপড়ায় রাতভর তাণ্ডব বাইক বাহিনীর; চলল গুলি, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসী  

অন্যদিকে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি। অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,৬৩৮ জন। মৃ্ত্যু হয়েছে ২৪৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হলেন ১০,৭৮৪ জন। এর মধ্য়ে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত  ২,৫৬৮ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ২,১৪৯।  রাজ্যে গত একদিন করোনার শিকার হয়েছেন ৫৮ জন। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা গিয়ে হল ১০,৭১০। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন ৬,৮৮,৯৫৬ জন।

.