মহারাষ্ট্রে জারি Night Curfew, ইউরোপ থেকে এলে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন

দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেশি মহারাষ্ট্রে

Updated By: Dec 21, 2020, 08:40 PM IST
মহারাষ্ট্রে জারি Night Curfew, ইউরোপ থেকে এলে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন

নিজস্ব প্রতিবেদন:ব্রিটেন(UK) করোনাভাইরাসের নতুন Strain এর সংক্রমণের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হল মহারাষ্ট্র। দেশে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। সবদিক বিচার করেই আগামী ২২ ডিসেম্বর অর্থাত্ মঙ্গলবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব পুরসভা এলাকায় রাত ১১টা থেকে সকাল ৬ট পর্যন্ত Night Curfew জারি করল Uddhav Thackeray সরকার।

আরও পড়ুন-Amit Shah এর 'শাহি শো'র পাল্টা ২৯-এ Bolpur-এ Mamata-র রোড শো

রাতের কার্ফুর পাশাপাশি ইউরোপ(Europe) থেকে যেসব যাত্রী মহারাষ্ট্রে আসবেন তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। প্রসঙ্গত, ব্রিটেনের নতুন Strain এর সংক্রমণের কথা মাথায় রেখে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে ব্রিটেনের উড়ান বন্ধ রেখার কথা ঘোষণা করেছে কেন্দ্র। ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করেছে দুনিয়ার একাধিক দেশ।

উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেশি মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত উদ্ধব ঠাকরের রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৪৯,০০০ জনের। তবে কড়া লকডাউন(Lockdown) ও করোনা বিধি চালু করে সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে রাজ্য সরকার।

আরও পড়ুন-ISL 2020-21, ATKMB vs BFC,Live Update: ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে এটিকে মোহনবাগান

করোনাভাইরাসের নতুন এই Strain টিকে  নিয়ে কতটা আশঙ্কিত সরকার? সোমবার এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন(Harsh Vardhan) বলেন, সরকার এখনও পর্যন্ত শক্ত হাতে করোনা মোকাবিলা করেছে। সংক্রমণ থামতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়েছে। তবে করোনাভাইরাসের নতুন Strain নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

.