Agra Covid Case: চিন থেকে ফিরে করোনা আক্রান্ত যুবক, তড়িঘড়ি পাঠানো হল আইসোলেশনে

ওই যুবকের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। যুবককে পাঠানে হয়েছে আইসোলেশনে। তার করোনা টেস্টের নমুনা জেনোম টেস্টের জন্যও পাঠানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর তিনি চিন থেকে বাড়ি ফেরেন। রিপোর্ট পিজিটিভ আসার পরই ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়ে গিয়েছে

Updated By: Dec 25, 2022, 05:06 PM IST
Agra Covid Case: চিন থেকে ফিরে করোনা আক্রান্ত যুবক, তড়িঘড়ি পাঠানো হল আইসোলেশনে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে ভয়ঙ্কর আকার নিয়েছে কোভিডের সাব ভ্যারিয়ান্ট BF.7। কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, রোজ ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আতঙ্ক বাড়ছে ভারতে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যেই বড় খবর হল চিন থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন আগ্রার এক যুবক। 

আরও পড়ুন-হারানো মোবাইল ফিরিয়ে দিতে হাজির সান্তা, বড়দিনে নজর কাড়ল পুলিস

আগ্রার তাজনগরী এলাকার ওই যুবক দিন দুয়েক আগেই চিন থেকে ঘরে ফিরেছিলেন। এরপর শহরের একটি ল্যাবে টেস্ট করাতেই করোনা পজিটিভ হয়েছেন। প্রশাসন ওই খবর পাওয়ার পরই তার বাড়িতে পৌঁছে গিয়েছে প্রশাসনের লোকজন। ঘরে ফেরার পর তিনি কার সংস্পর্শ্বে এসেছিলেন তা খতিয়ে দেখছে ব়়্যাপিড রেসপন্স টিম। 

ইতিমধ্য়েই ওই যুবকের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। যুবককে পাঠানে হয়েছে আইসোলেশনে। তার করোনা টেস্টের নমুনা জেনোম টেস্টের জন্যও পাঠানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর তিনি চিন থেকে বাড়ি ফেরেন। রিপোর্ট পিজিটিভ আসার পরই ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়ে গিয়েছে। তার বাড়ি সিল করা হয়েছে। তার কনট্রাক্ট ট্রেসিং শুরু হয়েছে। তিনি আদৌ করোনার BF.7-এ আক্রান্ত কিনা তা দেখার জন্য আরটিপিসিআরের নমুনা পাঠানো হয়েছে জেনোম সিকোয়েন্সের জন্য।  

রাজ্যের সিএমও অরুণ শ্রীবাস্তব সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিউ ইয়ারে বহু মানুষ বিদেশে যান। পাশাপাশি ব্যবসার কাজেও মানুষের বিদেশে যাতায়াত বাড়ছে। ফলে কারা বিদেশ থেকে ফিরছেন তার উপরে নজর রাখা হচ্ছে। বিদেশ থেকে যারা ফিরছেন তাদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি করোনা টেস্টে পজিটিভ আসলে সেই নমুনা জেনোম টেস্টের জন্য পাঠানো হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.