বিরোধীদের সঙ্গে সরকারের মধ্যস্থতা করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, শোকবার্তায় বলল সিপিএম পলিটব্যুরো
এক টুইট করে শোকজ্ঞাপন করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি
নিজস্ব প্রতিবেদন: প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করল সিপিএম পলিটব্যুরো।
পলিটব্যুরোর তরফে এক শোকবার্তায় জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন। একাধারে সাংসদ, মন্ত্রী, দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রণব মুখোপাধ্যায়।
আরও পড়ুন-সংখ্যালঘু ইন্দিরার ‘ব্যাকবোন’! ৩ সাংসদ নিয়েও ‘ক্রাইসিস ম্যানেজার’ প্রণব
Deepest condolences to Pranabda's son Abhijeet and daughter Sharmistha.
Pranab Mukherjee maintained cordial relations with political parties across the board.
He would be sorely missed.https://t.co/dp2jdeZRcZ pic.twitter.com/rgixaKJjQt— Sitaram Yechury (@SitaramYechury) August 31, 2020
ওই শোকবার্তায় আরও বলা হয়েছে, দেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। সরকারের সঙ্গে বিরোধীদের মধ্যস্থতাকারী হিসেবে বহু বিষয় সামাল দিয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। সিপিএম পলিটব্যুরো প্রবণবাবু মৃত্যুতে শোকাহত।
আরও পড়ুন-চার দশকে রেকর্ড! মাইনাস ২৩.৯ শতাংশ দেশের GDP
অন্যদিকে, এক টুইট করে শোকজ্ঞাপন করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। প্রণববাবুর মৃত্যুতে তাঁর পুত্র অভিজিত্ মুখোপাধ্যায় ও কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা ওঁকে মিস করব।