২ জায়গায় উদ্ধার বিশাল অঙ্কের বান্ডিল বান্ডিল বাতিল নোট

কোনও ব্যক্তি নিজের কাছে ১০টির বেশি বাতিল নোট রাখা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে সরকার। তারপরেও এখনও বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হচ্ছে বান্ডিল বান্ডিল বাতিল নোট।

Updated By: Jul 9, 2017, 06:11 PM IST
২ জায়গায় উদ্ধার বিশাল অঙ্কের বান্ডিল বান্ডিল বাতিল নোট

ওয়েব ডেস্ক : কোনও ব্যক্তি নিজের কাছে ১০টির বেশি বাতিল নোট রাখা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে সরকার। তারপরেও এখনও বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হচ্ছে বান্ডিল বান্ডিল বাতিল নোট।

রাজস্থানের জয়পুর থেকে উদ্ধার হল বাতিল নোটে ২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, তামিলনাড়ুর তিরুপুর জেলায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হল বাতিল নোটে ১ কোটি টাকা। গতকাল রাতেই এই লক্ষাধিক টাকার বাতিল নোট উদ্ধার হয়। দুটি ঘটনায় মোট ৩ জন করে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন হোমগার্ডও রয়েছে।

আরও পড়ুন, লালু প্রসাদের বাড়িতে CBI রেড নিয়ে বিহার সরকারকে কিছু জানানো হয়নি : নীতীশ কুমার

.