ভরা মঞ্চে কয়েক হাত দূর থেকে গুলি, লুটিয়ে পড়লেন নর্তকী

আরও এক নৃশংসতার ছবি। ভরা মঞ্চে কয়েক হাত দূর থেকে গুলি। লুটিয়ে পড়লেন নর্তকী। যুবকের আবদার না মেটানোই প্রাণ দিয়ে মাসুল গুণলেন কুলউইন্দার কৌর। বর্বরতা আর অসহিষ্ণুতার এমন ছবি দেখে স্তম্ভিত গোটা দেশ। এ কোন সমাজে বাস করছি আমরা!

Updated By: Dec 4, 2016, 08:53 PM IST
ভরা মঞ্চে কয়েক হাত দূর থেকে গুলি, লুটিয়ে পড়লেন নর্তকী

ওয়েব ডেস্ক: আরও এক নৃশংসতার ছবি। ভরা মঞ্চে কয়েক হাত দূর থেকে গুলি। লুটিয়ে পড়লেন নর্তকী। যুবকের আবদার না মেটানোই প্রাণ দিয়ে মাসুল গুণলেন কুলউইন্দার কৌর। বর্বরতা আর অসহিষ্ণুতার এমন ছবি দেখে স্তম্ভিত গোটা দেশ। এ কোন সমাজে বাস করছি আমরা!

বিয়ের অনুষ্ঠান। সেখানেই চলছিল নাচগান। হঠাত্‍ই ছন্দপতন। পঞ্জাবের মৌর মন্দি টাউনের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। আধুনিক সমাজে মধ্যযুগের বর্বরতা! এতটা অসহিষ্ণু মানুষ! এমন নৃশংসতা! ছবি দেখে শিউরে উঠছেন যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।

কেন এমনটা ঘটল? জানা গিয়েছে, আসরের সেরা নর্তকী কুলবিন্দার কৌরকে সঙ্গ দিতে বলেছিল নববধূর বন্ধু বিল্লা। অন্তঃসত্ত্বা নর্তকী এড়িয়ে যান। আর তাতেই গুলি চালিয়ে দেয় বিল্লা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পেটে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় কুলউইন্দারের।

নিরানব্বইয়ের তিরিশে এপ্রিল। সেদিন দিল্লির একটি পার্টিতে এভাবেই মরতে হয় মডেল জেসিকা লালকে। এর চার বছর আগে পঁচানব্বইয়ের দোসরা জুলাই তন্দুরের মধ্যে পুড়িয়ে নিজের স্ত্রী নয়না সাহানিকে হত্যা করে প্রভাবশালী সুশীল শর্মা। সেই তালিকায় এবার এসে পড়ল পঞ্জাবের কুলউইন্দার কৌর। উদ্দামতার বলি আরও এক মহিলা।

.