রাফাল যুদ্ধবিমান চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি, স্পষ্ট করলেন ডসল্ট সিইও
২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারতীয় বায়ুসেনা।
নিজস্ব প্রতিবেদন: ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল ক্রয়ের চুক্তিকে কোনওরকম দুর্নীতি হয়নি। বুধবার আরও একবার স্পষ্ট করলেন ডসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার।
'অ্যারো ইন্ডিয়া ২০১৯' কর্মসূচিতে অংশ নিতে বেঙ্গালুরুতে এসেছেন ফরাসী সংস্থা ডসল্টের সিইও এরিক ট্যাপিয়ার। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, ৩৬টি রাফাল যুদ্ধবিমানের বরাত দিয়েছে ভারত। নির্ধারিত সময়েই তা তুলে দেওয়া হবে। আরও লাগলে সংস্থা সরবরাহ করতে রাজি।
ট্র্যাপিয়ার আগেই জানিয়েছিলেন, চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারতীয় বায়ুসেনা। সময়েই রাফাল ইউপিএ জমানার চেয়ে বেশি দামে রাফাল চুক্তি করছে এনডিএ সরকার, এমন অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন ডসল্টের সিইও। তাঁর কথায়,''মিথ্যা বলি না। বিবৃতি দিয়ে সত্যি জানিয়ে দিয়েছে। মিথ্যাবাদী হিসেবে আমার পরিচিতি নেই''।
Dassault Aviation CEO Eric Trappier: There is no scandal with #Rafale, we had the request for 36 aircraft and we are going to deliver it. If Government of India wants more aircraft, we will be more than pleased to deliver. pic.twitter.com/Y3bdvHmTGF
— ANI (@ANI) February 20, 2019
আরও পড়ুন- ভারতের মন্দিরে বাজবে না ঘণ্টা, মুসলিমদের দুর্গ পাকিস্তান, হুঁশিয়ারি পাক রেলমন্ত্রীর
অতিসম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে দামে রাফাল কেনার পরিকল্পনা করেছিল। তার থেকে অনেক সস্তায় ফ্রান্স থেকে ওই যুদ্ধবিমান কিনছে মোদী সরকার। জানানো হয়েছে, মনমোহন জমানার চেয়ে ২.৮৬ শতাংশ কম দামে মোদী সরকার কিনছে রাফাল। তবে ফ্লাইঅ্যাওয়ে অবস্থায় যে যুদ্ধবিমান আনার কথা ফ্রান্স থেকে সেখানে দুই সরকারের দামে কোনও হেরফের নেই।