বয়সকে উপেক্ষা করে ৮৪ বছরে ৪টি স্বর্ণপদক জিতলেন রাম
স্বপ্নপূরণের খিদে যদি তাড়া করে, তবে বয়স কোনও বাধাই নয়। সে কথাই আবারও প্রমাণ করলেন সারাংপুরের দৌলত রাম। ৮৪ বছর বয়সে জিতে নিলেন ৪টি স্বর্ণপদক।
সম্প্রতি আলওয়ারে পঞ্চম যুবরানি অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শটপুট, জ্যাভেলিন, দৌড় ও ডিসকাস থ্রো বিভাগে অংশ নিয়ে ৪টি স্বর্ণপদক জিতেছেন তিনি। সারা জীবনে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়ে তিনি জিতে নিয়ে জিতেছেন ৫৪টি স্বর্ণপদক।
নিজের সাফল্যের কথা বলতে গিয়ে দৌলত রাম বলেন, "২৪ বছর আগে বাবা পূর্ণনন্দের স্মৃতিতে আয়োজিত একটি প্রতিযোগিতায় আমাকে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল এক কিশোর। আমার স্ত্রীও আমার পাশে সবসময় ছিলেন। প্রথমদিকে দোনমনায় থাকলেও আমি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই ও জিতি। মনে হয়েছিল দুনিয়া আমার হাতের মুঠোয়।"