নিলামে উঠছে রত্নগিরি জেলায় দাউদ ইব্রাহিমের বিপুল পৈতৃক সম্পত্তি

গতকাল মুম্বইয়ে ইকবাল মির্চির ১টি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করেছে ইডি

Updated By: Oct 21, 2020, 06:11 PM IST
নিলামে উঠছে রত্নগিরি জেলায় দাউদ ইব্রাহিমের বিপুল পৈতৃক সম্পত্তি

নিজস্ব প্রতিবেদন: মুম্বই বিস্ফোরণের মাথা ও ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার আরও একদফা কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে দাউদের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলাম করা হবে ১০ নভেম্বর।

আরও পড়ুন-গুগলের বিরুদ্ধে ঐতিহাসিক মামলা আমেরিকায়

সূত্রের খবর, আগামী ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এছাড়াও দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির ২টি ফ্ল্যাটও নিলামে চড়ানো হবে। নিলামের জন্য ই-অক্সেন, পাবলিক অক্সেন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।

আরও পড়ুন-শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো

এদিকে, গতকাল মুম্বইয়ে ইকবাল মির্চির ১টি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করেছে ইডি। এছাড়াও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তার পরিবারের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২২.৪২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

.