দিল্লিতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল মা ও দুই মেয়ের পচাগলা দেহ

 দিল্লিতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল মা ও দুই মেয়ের পচাগলা দেহ। গতকাল সন্ধ্যায় দিল্লির ব্রহ্মপুরি এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনের দেহ উদ্ধার হয়। বছর দুয়েক আগে স্বামী মারা গিয়েছেন। দুই মেয়ে মেহেরুন্নিসা ও শবনমকে নিয়ে বাড়িতে একাই থাকতেন বছর পঞ্চাশের সায়রা। নীচতলা ভাড়া দিয়েছিলেন। ঘটনার পর থেকে ভাড়াটের কোনও খোঁজ নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দিন আগে ওই তিনজনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পচা গন্ধ পেয়ে গতকাল তাঁরা পুলিসে খবর দেন। পুলিসের তরফে জানানো হয়েছে, তিনজনেরই ঘাড় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  

Updated By: Jun 6, 2016, 03:20 PM IST
দিল্লিতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল মা ও দুই মেয়ের পচাগলা দেহ

ওয়েব ডেস্ক:  দিল্লিতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল মা ও দুই মেয়ের পচাগলা দেহ। গতকাল সন্ধ্যায় দিল্লির ব্রহ্মপুরি এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনের দেহ উদ্ধার হয়। বছর দুয়েক আগে স্বামী মারা গিয়েছেন। দুই মেয়ে মেহেরুন্নিসা ও শবনমকে নিয়ে বাড়িতে একাই থাকতেন বছর পঞ্চাশের সায়রা। নীচতলা ভাড়া দিয়েছিলেন। ঘটনার পর থেকে ভাড়াটের কোনও খোঁজ নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দিন আগে ওই তিনজনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পচা গন্ধ পেয়ে গতকাল তাঁরা পুলিসে খবর দেন। পুলিসের তরফে জানানো হয়েছে, তিনজনেরই ঘাড় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  

.